শেষ আপডেট: 2nd January 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: বছর শুরুর প্রথম দিনেই যাদবপুরের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির (আইআইসিবি) ৪১ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে ছাঁটাই করেছে কেন্দ্র।
বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র ৪৭ জনকে তাড়িয়ে দিয়েছে। আমরা কাউকে তাড়ায় না মানে এটা নয় যে আমরা কাউকে নজর রাখছি না। তাই বলছি, মানুষের কাজ করুন, না হলে কাউকে রেয়াত করব না।"
এ প্রসঙ্গেই জেলার মেডিক্যাল থেকে কলকাতার মেডিক্যালে রোগী স্থানান্তর নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ভরা বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "মেডিক্যালে রেফারেল কেন হচ্ছে?" জবাবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, "আগে ৭ শতাংশ রেফারেল হত এখন ৩ শতাংশ মতো হচ্ছে।"
মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন, "৩ শতাংশই বা হবে কেন? যারা এভাবে কাজ করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে।" এরপরই প্রত্যেক সরকারি কর্মচারীর পারফরম্যান্স রিভিউ করার জন্য প্রতিটি দফতরের শীষ কর্তাদের নির্দেশ দেন মমতা। মনে করিয়ে দেন, ৪৭ জন কর্মীকে কেন্দ্রর তাড়ানোর প্রসঙ্গও।
স্বাস্থ্যসাথীর কার্ডে ভুয়ো চিকিৎসা করিয়ে অনেকের বিরুদ্ধে বিল জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এদের বিষয়ে কী অ্যাকশন নেওয়া হয়েছে, স্বাস্থ্যসচিবের কাছে তাও জানতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, একজন একই সময়ে নাকি তিনটে হাসপাতালে অ্যাপেনডিক্স অপারেশন করেছে!
এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "ভুয়ো চিকিৎসা যারা করেছে, তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিয়েছো? স্বাস্থ্যভবন থেকে কি কোনও মনিটরিং হচ্ছে নাকি শুধুই গল্প হয়?" জবাবে স্বাস্থ্যসচিব বলেন, "হ্যাঁ, আমরা মনিটরিং করছি।" হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামোর খোঁজখবরও নেন মুখ্যমন্ত্রী।