মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 9th April 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: বাংলা মানে সর্ব ধর্ম, সর্ব বর্ণের মিলনক্ষেত্র । বিভাজন নয়, একতায় বাংলার মূলমন্ত্র। তিনি থাকতে বাংলার এই ঐক্য নষ্ট হতে দেবেন না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার নেতাজি ইন্ডোরে মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে সকলকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, 'দিদি' আছে আপনাদের সঙ্গে। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের প্রপার্টি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।"
কেন এই সতর্কবার্তা, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশে তৈরি হওয়া অশান্তির পরিবেশের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছিল সীমান্তেও। মনে রাখবেন, একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালবাসে, তাকে সবাই ভালবাসে। লড়তে হলে একতার জন্য লড়াই করুন। একতার জন্য হাঁটুন। জিয়ো অর জিনে দো। বাংলার সম্প্রীতিই বাংলার অহঙ্কার।"
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে এবারে রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যজুড়ে হিন্দুত্বের জিগিড় তুলেছিল পদ্মশিবির। অতীতে রামনবমীর দিন অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যে। সেদিকে লক্ষ্য রেখে এবারে রামনবমী নিয়ে বাড়তি তৎপর ছিল পুলিশ। তবে ৬ এপ্রিল রাজ্যজুড়ে নির্বিঘ্নেই পালিত হয়েছে রামনবমী। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে,. বাংলায় হিন্দুরা বঞ্চিত, অবহেলিত।
সরাসরি কোনও রাজনৈতিক দলের নামোল্লেখ না করলেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, "অনেকে বলছেন বাংলায় হিন্দুরা নাকি অবহেলিত। এটা ঠিক নয়।" এরপরই মমতা বলেন, "অনেকে প্রশ্ন তুলছেন, আমি কেন সর্বধর্মর অনুষ্ঠানে যাই? আমি যাবই সব জায়গায়। আমাকে গুলি করলেও আমি একতার পক্ষে। এটাই আমাদের একতা। যে যাই বলুক আমি যাব।"
মমতা এও বলেন, "ভরসা রাখুন। আমি আপনাদের বিরোধী নই। আমি আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে চলুন। আমি আগেও ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকব।"