Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'লাফ দিইনি, বিমান মাঝ আকাশে ভাঙতেই সিট থেকে ছিটকে গেলাম', কী হয়েছিল, জানালেন জীবিত যাত্রীPlane Crash: ইদে দেশে ফিরেছিলেন! পোড়া ছাইয়ের মধ্যে ডিএনএ মিলিয়ে ছেলের খোঁজে বৃদ্ধ‘পাইলট ক্লাইভ কুন্দর পরিবারিক বন্ধু, ভাই নন’, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় গুজব ওড়ালেন বিক্রান্তবিমান দুর্ঘটনায় মাত্র একজনের প্রাণে বেঁচে যাওয়া নতুন কিছু নয়, অন্তত ২৪ বার এমনই ঘটেছেইজরায়েলি হামলায় নিহত ইরানের ২ পরমাণু বিজ্ঞানীও, কড়া প্রত্যাঘাতের হুমকি ইরানেররিকশ চালিয়ে মেয়েকে পড়িয়েছিলেন বাবা, প্রথম বিমানযাত্রায় পায়েলের স্বপ্নের আগুন ছাই নিমেষেWeather Report: আসছে বর্ষা! দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতারোগী মৃত্যুতে উত্তাল নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল, ভুল চিকিৎসার অভিযোগকামিন্স বলছেন ‘পঞ্চাশ-পঞ্চাশ’, এনগিডির দাবি ‘আমরা এগিয়ে’, ক্লাইম্যাক্সের অপেক্ষায় লর্ডসএয়ার ইন্ডিয়ার আরেকটি লন্ডনগামী বিমান ৩ ঘণ্টা আকাশে ঘুরে মুম্বই ফিরে এল: সংবাদসংস্থা
Bengali as Classical Language - Mamata Banerjee

বাংলাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি, বামেদের অপদার্থতার কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

অনেকের মতে, সাধারণ নির্বাচনের আয় বিজেপি যখন উগ্র জাতীয়তাবাদ ও হিন্দুত্বের জিগির তুলছে, সেই সময়ে কৌশলগত ভাবে বাংলার আবেগ উস্কে দিতে চাইলেন মমতা।

বাংলাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি, বামেদের অপদার্থতার কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

শেষ আপডেট: 11 January 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলা ভাষা সুপ্রাচীণ। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন হয়েছে। তাই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।  

অনেকের মতে, সাধারণ নির্বাচনের আগে বিজেপি যখন উগ্র জাতীয়তাবাদ ও হিন্দুত্বের জিগির তুলছে, সেই সময়ে কৌশলগত ভাবে বাংলার আবেগ উস্কে দিতে চাইলেন মমতা।

এদিন মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। তার পর তাঁর উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করেছে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলা অনেক ব্যাপারে বঞ্চিত। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরই অপদার্থতা। এর আগে যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁরা রাজনীতিই করে গেছেন শুধু। এ সব বিষয়ে মন ছিল না।

অথচ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে গত বিশ বছর ধরে কিছু কিছু ভাষাকে ধ্রুপদি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। যেমন তামিল ভাষাকে ২০০০ সালে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেলগু ও কন্নড় ভাষাকে ২০০৮ সালে, মালায়ালমকে ২০১৩ সালে এবং ওড়িয়া ২০১৪ সালে স্বীকৃতি দেওয়া হয়েছে।


ভিডিও স্টোরি