শেষ আপডেট: 28th September 2024 17:18
প্রতি বছরই মহালয়ার আগে থেকে দুর্গাপুজো উদ্বোধন করতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিতর্কও হয় কম-বেশি। প্রশ্ন ওঠে, পিতৃপক্ষ অবসানের আগে কি মায়ের উদ্বোধন হয়!
আর এ বছর তো আরজি কর আবহে দুর্গাপুজো নিয়েই শুরু হয়েছে উৎসব-বিতর্ক। এই পরিস্থিতিতে জনমানসে প্রশ্ন ছিল, এবারেও কি মহালয়ার আগেই পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবেন মমতা?
উত্তর মিলল আজ, শনিবার। দ্য ওয়ালকে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে দমকলমন্ত্রী সুজিত বসু জানালেন, ১ তারিখ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ২ তারিখ মহালয়া, তার আগেই প্রথম উদ্বোধন হয়ে যাবে। গতবারের মতোই পিতৃভূমিতেই পুজোর দরজা খুলে দেবেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের মন্ত্রী তথা শ্রীভূমি পুজোর কর্মকর্তা সুজিত বসু বলেন, '১ তারিখে পুজো উদ্বোধনের পাশাপাশি, দমকলের কয়েকটি গাড়ি ও বাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।'
দেখে নিন, কী বলেছেন সুজিত বসু।