মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 5th January 2025 15:46
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগেই সাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে অন্য সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
সূত্রের খবর, সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রমের কার্যালয়ে। এদিকে আজ অর্থাৎ রোববারই জেলবন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ থেকে ভারতে ফিরছে। পাশাপাশি ভারত থেকেও বাংলাদেশের মৎস্যজীবীরা ফিরে যাবেন তাঁদের দেশে।
কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে তৎপর হয়েছিল নবান্ন। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করেছিল বাংলাদেশ সরকার। এ ব্যাপারে ৩০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করে ইউনুস সরকার।
ঘটনা হল, দু'মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করেন। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
আবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার বাংলাদেশে মৎস্যজীবীদের জলপথে দেশে ফেরানোর পর সরাসরি তাঁদের নিয়ে যাওয়া হবে গঙ্গাসাগরে, এমনটা আগেই জানিয়েছিলেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। সব ঠিক থাকলে সোমবারই তাঁদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অন্যদিকে মুক্ত মৎস্যজীবীদের সঙ্গে নিয়েই, গঙ্গাসাগর হেলিপ্যাড ময়দানের পাশে পুণ্যার্থীদের জন্য 'পথশ্রী' প্রকল্পে কিছু রাস্তা, কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১০০ শয্যার হস্টেল, পাথরপ্রতিমায় জেটি-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর।