মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 31st January 2025 17:25
বাংলায় আর্থিক সংকট রয়েছে বলে তাই, নইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje) যখন রেলমন্ত্রী ছিলেন, তখন বাজেট পেশের পরদিনই সংবাদপত্রে শিরোনাম হত—‘রেল বাজেটে কল্পতরু হলেন মমতা’। প্রান্তিক মানুষকে সারামাস ট্রেনে চড়ার সুবিধা দিতে সস্তায় মান্থলি কার্ড, মধ্যবিত্তের আরামে সফরের জন্য ‘দুরন্ত এক্সপ্রেস’, কলকাতার জন্য গুচ্ছ মেট্রো প্রকল্প, রেল কারখানা—এক সঙ্গে এতোকিছু তার আগে বা পরে কখনও রেল বাজেটে পায়নি বাংলা।
এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে তৃতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পথে। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তাঁর সরকার। তাই কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে যে, রাজ্য বাজেটে কী ধরনের সুরাহার কথা ঘোষণা করা হতে পারে?
পশ্চিমবঙ্গ বাজেট ২০২৫ (West Bengal Budget 2025 Possibilities and Expectations)
এবারের রাজ্য বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।
১) স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা (West Bengal Budget 2025 Swasthya Sathi): রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নতুন সুবিধা যোগ করতে পারে। বর্তমানে পরিবারপিছু ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে, যা আরও সম্প্রসারিত হতে পারে। সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার পরিধি বাড়ানোর ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে। গত বছরের বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার সেটি ২০% পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
২) কৃষকদের জন্য নতুন সুযোগ, কৃষিঋণে ছাড়: কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানোর জন্য কৃষিঋণে সুদে ১-২% পর্যন্ত ভরতুকি দেওয়া হতে পারে। এছাড়া, ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতায় সহায়তার পরিমাণও বাড়তে পারে। কৃষকবন্ধুরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে পায়। এবার সেই অঙ্ক বাড়তে পারে। গত বছর এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা পর্যন্ত করা হতে পারে।
৩) নারী ও শিশুকল্যাণে বিশেষ নজর: অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কদের বেতন বর্তমান যথাক্রমে ৯০০০ টাকা এবং ৮০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা এবং ১১,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে।
৪) গর্ভবতী মহিলাদের জন্য ‘মাতৃত্ব ভাতা’ প্রকল্পের সুবিধা বাড়ানো হতে পারে।
৫) ‘কন্যাশ্রী’ ও ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
৬) শিক্ষা খাতে বড় বরাদ্দ: শিক্ষার মানোন্নয়নের জন্য রাজ্য বাজেটে এবার নতুন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে:
• শিক্ষাবন্ধু, অঙ্গনওয়ারী কর্মী ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হতে পারে।
• নতুন স্কুল ও কলেজ তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে।
• শিক্ষাখাতে গত বছর বরাদ্দ ছিল ৩৮ হাজার কোটি টাকা, এবার তা ১০-১৫% পর্যন্ত বাড়তে পারে।
৭) কর্মসংস্থান:
• বিভিন্ন সরকারি দপ্তরে নতুন নিয়োগের ঘোষণা হতে পারে।
• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি অনুদান বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হতে পারে।
• সরকারি সূত্রের খবর, এবার অন্তত ৫০ হাজার নতুন নিয়োগের ঘোষণা হতে পারে।
৮) পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্প:
• নতুন রাস্তা, সেতু, শহর ও গ্রামের উন্নয়নে বড় বরাদ্দ হতে পারে।
• কলকাতা ও অন্যান্য শহরে মেট্রো সম্প্রসারণ প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ হতে পারে।
৯) লক্ষ্মীর ভান্ডার (West Bengal Budget 2025 Laxmir Bhandar): বর্তমানে ১৮-৬০ বছর বয়সী মহিলাদের জন্য মাসিক ১,০০০ টাকা করে দেওয়া হয়।
• এবার তা ১,২০০-১,৫০০ টাকা পর্যন্ত করা হতে পারে বলে জল্পনা রয়েছে। এই প্রকল্পের বরাদ্দ গত বছর ছিল ১২ হাজার কোটি টাকা, এবার তা ১৫ হাজার কোটি ছাড়াতে পারে।
১০) মহার্ঘ ভাতা West Bengal Budget 2025 – DA): সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ-র (Dearness Allowance) বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সঙ্গে সমতা চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এবার রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। তা ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।