শেষ আপডেট: 29th August 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবস পালনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘'আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।’ শুধু তা নয়, সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাজে ফেরার জন্য যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এর পর পরই বিরোধীরা অভিযোগ করে, এই মন্তব্য উস্কানিমূলক। অনেকে প্রশ্ন তোলেন, তবে কি আন্দোলনকারীদেরও হুঁশিয়ার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বৃহস্পতিবার এ ব্যাপারে সোশাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হয়েছে। 'মিথ্যা প্রচার হচ্ছে' বলে নিজের এক্স হ্যান্ডলে খোলসা করে মমতা জানালেন, কখনও তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কিছু বলেননি। বিজেপির বিরুদ্ধে বলেছেন।
সংবাদমাধ্যমের একাংশকে দুষে নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখলেন, ‘‘আমি কিছু সংবাদপত্র, বৈদ্যুতিন (টিভি চ্যানেল) এবং ডিজিটাল মিডিয়াতে একটি নোংরা, বিভ্রান্তিমূলক প্রচার দেখতে পাচ্ছি। গত কাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে যে কথাগুলো বলেছিলাম, সে প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে।’’
নিজের বক্তৃতার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি খুবই স্পষ্ট ভাবে বলতে চাই যে, পড়ুয়াদের (ডাক্তারি ইত্যাদি) বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন ন্যায্য। আমি কখনওই তাঁদের হুমকি দিইনি। কিন্তু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’
তাঁর ব্যাখ্যা, বক্তৃতায় যে বাক্যাংশটি তিনি ব্যবহার করেছেন তা শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। তাঁর সাফ কথা ‘‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, কেন্দ্রের সরকারের মদতে তারা আমাদের রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে। তাই আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।’’
বুধবারের ওই সভা থেকে তৃণমূল নেত্রী মনে করিয়ে দেন , ‘‘জুনিয়র ডাক্তারেরা যখন দেশ জুড়ে আন্দোলন করছিলেন, আমরা কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি। কারণ আমি মনে করেছিলাম ওঁদের আন্দোলনটা সঙ্গত। ওঁরা ওঁদের বন্ধুর বিচার চাইছেন। কিন্তু দিল্লিতে ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছিল।’’ আন্দোলনরত ডাক্তারদের প্রতি মমতা আর্জি জানান, আস্তে আস্তে যেন তাঁরা কাজে ফেরেন। তাঁর আশ্বাস, "আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আমরা কোনও ব্যবস্থা নিইনি। কোনও ব্যবস্থা নেব না। কিন্তু এ বার আস্তে আস্তে কাজে যোগদান করুন। আমি কোনও পদক্ষেপ করতে চাই না।’’