শেষ আপডেট: 19th October 2024 15:17
দ্য় ওয়াল ব্যুরো: যে ১০ দফা দাবিতে অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, তারমধ্যে অন্যতম স্বাস্থ্যসচিবের অপসারণ। জুনিয়র ডাক্তাররা বারবার এই দাবিকে সামনে আনলেও মুখ্যমন্ত্রী তা মানতে নারাজ। নিজের অবস্থানে তিনি যে অনড় শনিবারও তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, কোনও অবস্থাতেই স্বাস্থ্য সচিবকে সরানো হবে না।
এদিন জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বলেন, "একটা পরিবার থেকে সবাইকে সরানো যায় না। কাকে দায়িত্ব থেকে সরানো হবে তা আপনারা ঠিক করতে পারেন না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে আমাকে জানান। আমি অবশ্য়ই তা খতিয়ে দেখব। কিন্তু এভাবে কাউকে সরানো যায় না।"
জুনিয়র ডাক্তাররা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, আরজি করের মর্মান্তিক ঘটনা যখন ঘটেছে তখন স্বাস্থ্য সচিবের দায়িত্বে ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। কাজেই তাঁকে দায়িত্ব থেকে সরাতেই হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়ে দেন, এভাবে কাউকে সরানো যায় না।
শনিবার বেলা ২টো নাগাদ ধর্মতলায় ডাক্তারদের অনশনমঞ্চে আসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। অনশনকারী জুনিয়র ডাক্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিছুক্ষণ পরই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে অনশনকারী ডাক্তারদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন অনশন থেকে ডাক্তাররা যেন সরে আসেন। তিনি এও জানান, বেশিরভাগ দাবিই পূরণ করা হয়েছে। আন্দোলনকারীদের থেকে অন্তত ৪ মাস সময়ও চেয়ে নেন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাঁর সঙ্গে আলোচনায় বসার আর্জি জানান আন্দোলনকারীরা। এর পরেই আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের সময় দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এ-ও জানিয়ে দেন, আন্দোলনকারীদের তরফে ১০ জনের বেশি প্রতিনিধি যেন না যান নবান্নে। কথা প্রসঙ্গে এটাও জানিয়ে দেন স্বাস্থ্যসচিবকে কোনও ভাবেই সরানো হবে না।