শেষ আপডেট: 5th March 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
সূত্রের খবর, তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী ২১ মার্চ লন্ডনে যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার পাশাপাশি শিল্প নিয়ে এ দফায় লন্ডনে বণিকসভার সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রথম নয়, আগেও অক্সফোর্ডের তরফে তাঁকে আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কারণে সেখানে যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ করা হয়। তবে এবার তিনি সেখানে যাবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রাম, রাজনৈতিক জীবনের উত্থান-পতনের কাহিনী তাঁদের মুগ্ধ করেছে। তাঁরা চান, এখানকার পড়ুয়াদের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করুন।
ইংল্যান্ড সহ বিশ্বের নানা দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতীয় তথা বাঙালি পড়ুয়ারা রয়েছেন। অক্সফোর্ডেও বাঙালি পড়ুয়ার সংখ্যা কম নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বক্তব্য রাখলে পড়ুয়ারা আরও বেশি উদ্বুদ্ধ হবে। এবার মুখ্যমন্ত্রী নিজেও চান পড়ুয়াদের সঙ্গে আলাপ-আলোচনা করতে। তাই তিনি অক্সফোর্ড যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।