শেষ আপডেট: 17th September 2024 20:05
আরজি কর নিয়ে কলকাতা যখন আন্দোলিত, ঠিক তারই মধ্যে ঘটে গিয়েছে আরও একটি ঘটনা। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এক অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ আনার পর উথালপাতাল শুরু হয়েছে টলিউডে। ডিরেক্টর্স গিল্ড অরিন্দমকে সাসপেন্ড করার পরেও তা কমেনি। বরং এখন ক্ষোভের জ্বালামুখ খুলে দিতে শুরু করেছেন, একের পর অভিনেত্রী ও মডেল। শুধু অরিন্দম নন, ভুরি ভুরি অভিযোগ উঠছে এক শ্রেণীর পরিচালক, অভিনেতা, প্রযোজক ও কলাকুশলীর বিরুদ্ধে।
ঠিক এমনই পরিস্থিতিতে টলিউডের পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে এবার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে শিল্পে মহিলাদের যৌন হেনস্তা ও লিঙ্গ বৈষমের অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি। শেষ পর্যন্ত যদি সিদ্ধান্ত বদল না হয়, তা হলে সেই কমিটির নাম হতে পারে ‘আত্মশ্রী’। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন ওই কমিটির শীর্ষে।
এই ধরনের একটি গঠন করেছিল কেরল সরকার। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন কেরল হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমা। সেই কারণেই ওই কমিটিকে হেমা কমিটি বলা হয়। তবে কমিটি গঠন করলেও কেরল সরকার হেমা কমিটির রিপোর্ট প্রকাশ করছিল না। শেষমেশ হাইকোর্টের নির্দেশে তা প্রকাশ করতে বাধ্য হয়েছে কেরল সরকার। এবং তার পর থেকেই মালায়াম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের যৌন হেনস্থার বিষয়টি তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বাংলায় উত্তাপ ছড়িয়েছে মূলত অরিন্দমকে শীলকে কেন্দ্র করে। এর পর আবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক উঠতি মডেল ও অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
হেমা কমিটির ধাঁচে বাংলাতেও যাতে একটি কমিটি গঠন করা যায় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ঋতাভরী। পরে তিনি বলেছিলেন, কমিটি যাতে নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে রাজনীতি এবং বিনোদন জগতের কেউ যেন এর সদস্য না থাকেন। ঋতাভরীর মতে, বাংলা চলচ্চিত্র জগতের মধ্যে ঘটে চলা যৌন হেনস্থার তদন্ত করা জরুরি হয়ে পড়েছে। যাঁরা হেনস্থা করছেন তাঁদের চিহ্নিত করতে হবে।
নবান্ন সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গড়ছেন তাতে আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মীদের রাখার কথা ভাবা হয়েছে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। মঙ্গলবার চন্দ্রিমাকে ‘আত্মশ্রীর’ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন, “আমি হ্যাঁ বা না কিছুই এখন বলব না। আমার মুখ দিয়ে এ ব্যাপারে এখন কোনও তথ্য বেরোবে না”।