মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভাগবত
শেষ আপডেট: 16th January 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনে ভারত আসল স্বাধীনতা পেয়েছে! সেই দিনটিই পালন করা উচিত। এমনই মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে সেটিকে দেশ-বিরোধী মন্তব্য বলে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেদিনীরপুর স্যালাইন কাণ্ড নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই ভাগবতের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, যে মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ দেশ-বিরোধী। মমতার খোঁচা, ''আপনারা কি মনে করেন, দেশের ইতিহাস এভাবে বদলানো যায়? কোন রাজনৈতিক দল কি সেটা করতে পারে? এটা হয় না। আমাদের স্বাধীনতা, প্রজাতন্ত্র, গণতন্ত্র আমাদের গর্ব।''
রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, বহু বছরের দাসত্ব থেকে মুক্তি মিলল। ভাগবতের কথাতেও সেই মন্তব্যের ছায়া দেখা গেছে। এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে মমতা এদিন বলেন, ''যে মন্তব্য করা হয়েছে তা ভয়ঙ্কর। এই মন্তব্য ফিরিয়ে নেওয়া উচিত। এটা একটা দেশবিরোধী মন্তব্য।''
মমতার এও অভিযোগ, ইতিহাসের অনেক অধ্যায় বদলানো হয়েছে জোর করে। সংবিধানকেও বদলানোর চেষ্টা হচ্ছে। এইভাবে দেশের স্বাধীনতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশের পরিচয়ই থাকবে না বলে মনে করেন তিনি। তাঁকে যে এমন মন্তব্য কখনও শুনতে হবে সেটা স্বপ্নেও ভাবেননি তিনি, নবান্ন থেকে এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বারবার স্পষ্ট করেন, দেশের ঐক্য, সংস্কৃতি, বিশ্ববরেণ্য নেতাদের তাঁরা ভুলে যাবেন না।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, যারা স্বাধীনতার আগে বা পরে দেশের জন্য প্রাণ দিয়েছেন, এখনও সীমান্তে দাঁড়িয়ে দেশের হয়ে প্রাণ দিচ্ছেন, তাঁদের কেউ ভুলবে না। মমতার কটাক্ষ, এইভাবে একদিন ভারতের নামই ভুলিয়ে দেবেন এঁরা! কোনও ভাবেই এইসব বিষয় বরদাস্ত করা হবে না।