শেষ আপডেট: 6th December 2023 23:27
দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গনার মুখ্যমন্ত্রী পদে আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি। হায়দরাবাদে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন দক্ষিণের এই রাজ্যটিতে কংগ্রেসের জয়ের কান্ডারি। তবে ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের জন্য বুধবার বিকেলেই উত্তরবঙ্গ সফরে চলে গেছেন মুখ্যমন্ত্রী। যদিও রেড্ডির আমন্ত্রণ ফেরাননি তিনি। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রতিনিধি হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন উপস্থিত থাকবেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে।
বৃহস্পতিবার হায়দরাবাদের এল বি স্টেডিয়ামে শপথ নেবেন রেড্ডি। সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস দলনেত্রী সনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত।
এছাড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপলক্ষ্যমন্ত্রীর ডিকে শিবকুমার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে তেলঙ্গনার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও। সেই তালিকাতেই নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর বদলে রেবন্তের সকল গ্রহণ অনুষ্ঠানে যাবেন ডেরেক ও ব্রায়েন।
অন্যদিকে, বুধবার বিকেলেই কার্শিয়াং পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার বাসিন্দা এক তরুণীর সঙ্গেই বিয়ে হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের। এই বিয়ের বরকর্তা হলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ৭ তারিখ পর্যন্ত পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে ৮ তারিখ থেকেই তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ৮ তারিখ পর্যন্ত কার্শিয়াংয়ে থাকলেও পরদিন হাসিমারা যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর জলপাইগুড়ি ও শিলিগুড়িতে সভা করতে যেতে পারেন মমতা বন্দোপাধ্যায়। সব সেরে ১২ ডিসেম্বর তিনি কলকাতা ফিরবেন বলে জানা যাচ্ছে।