শেষ আপডেট: 8th June 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। তার আগে ভবিষ্যদ্বাণীর মতো মমতা জানিয়ে দিলেন, ‘এই সরকার টিকবে না’। সেই সঙ্গে মমতা এও জানিয়ে দেন, মোদীর শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল।
শনিবার সন্ধেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করে এসব কথা বলেন, তার চব্বিশ ঘণ্টা পরই মোদীর শপথ নেওয়ার কথা। দিল্লিতে রাইসিনা পাহাড়ে সাজো সাজো ভাব।
এক প্রশ্নের জবাবে মমতা বলেন, “যাঁরা চারশ পারের কথা বলতেন, তাঁরা একার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেনি। এটা ভাববেন না যে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে কিছু অঘটন ঘটে যাবে না। আমরা এখন শুধু দেখছি। শেষমেশ নতুন ইন্ডিয়া সরকারই তৈরি হবে। তার আগে কদিন না হয় ওরা সরকার চালিয়ে নিক”। খোঁচা দিয়ে মমতা বলেন, কখনও কখনও সরকার একদিন স্থায়ী হয়। কে বলতে পারে এই সরকার ১৫ দিন টিকবে কিনা।
মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন করা তিনি বলেন, "আমন্ত্রণ পাইনি। পেলেও আমরা যেতাম না।" এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠন হচ্ছে। আমরা এই সরকারকে আমাদের শুভকামনা দিতে পারছি না। তবে দেশ ও দেশের মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।"
লোকসভা ভোটে বাংলায় বিপুল জয়ের পর শনিবার তৃণমূলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি। স্পষ্ট বলেন, এই নির্বাচনে আদতে হেরেছে বিজেপি। তাই নরেন্দ্র মোদীর উচিত ছিল নিজে সরে গিয়ে অন্য কাউকে জায়গা দেওয়া।
কৌতূহলের বিষয় হল, সরকারের ভবিষ্যৎ নিয়ে মমতা কেন আগেভাগেই সন্দেহ ও সংশয় প্রকাশ করছেন? পর্যবেক্ষকদের অনেকের মতে, তার কারণ পরিষ্কার। লোকসভা ভোটে ভরাডুবির পর হতাশায় ডুবে রয়েছে রাজ্য বিজেপি। তাঁদের মনোবল ভেঙে দিয়ে তৃণমূলের কর্মীদের চাঙ্গা রাখতেই এই কথা বলছেন মমতা। এবং বাংলার মানুষকে এই বার্তাও দিতে চাইছেন যে এ রাজ্যে বিজেপির আচ্ছে দিন শেষ!