মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10th March 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশের মধ্যে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় রিপোর্ট (Central Govt Report) দেখিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে ফের একবার এক নম্বর স্থান দখল করেছে বাংলা। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস সম্প্রতি একটি সমীক্ষা করেছিল। সেই বার্ষিক সমীক্ষায় দেখা গেছে, দেশের সব রাজ্যের তুলনায় ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই শীর্ষে রয়েছে। ঠিক কোন কোন ক্ষেত্রে পয়লা নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ, সেটাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Happy to share that the recently published findings of the “Annual Survey of Unincorporated Sector Enterprises” conducted by the National Statistics Office, Government of India, once again establish Bengal’s top position in (MSME) manufacturing industries and, simultaneously, our…
— Mamata Banerjee (@MamataOfficial) March 10, 2025
কেন্দ্রের রিপোর্টের কথা উল্লেখ করে মমতা বলেন, ছোট-মাঝারি শিল্পে মহিলা চালিত সংস্থার সংখ্যা বাংলায় সর্বোচ্চ, ৩৬.৪ শতাংশ। পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকদের অংশগ্রহণও এ রাজ্যে সবথেকে বেশি, ১২.৭৩ শতাংশ।
অন্যদিকে, ছোট-মাঝারি উৎপাদন শিল্পে মোট উৎপাদিত পণ্যও বাংলা থেকে সবথেকে বেশি আসে, ১৬.০২ শতাংশ। রাজ্যে শ্রমিকদের অংশগ্রহণের হার ১৩.৮১ শতাংশ, যেটিও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।