মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 18th February 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'-- বিধানসভায় বক্তব্য রাখার সময়ে সরাসরি এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত ? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি।'
এখানেই না থেমে তিনি আরও বলেন, 'এইসব সিরিয়াস বিষয় নিয়ে এত হাইপ তুলতে নেই। প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন? এমনকি আমার রাজ্যে যে ডেডবডি এসেছে তাতে একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেন নি। এরপর তো বলবেন যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে যাতে ক্ষতিপূরণ দিতে না হয়।'
এর পরে তিনি গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলে বলেন, 'আমরা গঙ্গাসাগর মেলার সময় কোনও ভিভিআইপিকে অ্যালাও করি না।' এরপরই ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে আক্রমণ করে বিরোধী দলনেতার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল বিধানসভার বাইরে কী বলেছেন ? আমি ভিডিও দেখেছি। উনি বলেছেন হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে নাকি ওঁকে বহিষ্কার করা হয়েছে? কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন?"
খানিক থেমে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আপনি কথায় কথায় ধর্মের নামে রাজনীতি করেন। ধর্ম নিয়েই তো করে খাচ্ছেন। মনে রাখবেন, এটা বাংলা বলেই সম্ভব। কারণ, আমরা সকলকে বলার সুযোগ দিই। তা বলে ধর্মের নামে বিভাজন বরদাস্ত করব না।"