মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী।
শেষ আপডেট: 4th February 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের শেষ বর্ধিত কর্মিসভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। সেই কর্মিসভাকে আচ্ছন্ন করে রেখেছিল বিতর্ক। চোখে অস্ত্রোপচারের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভায় ছিলেন না। নেতাজি ইনডোর স্টেডিয়ামে চৌহদ্দিতে তাঁর কোনও ছবিও ছিল না।
এক বছর দু’মাস পর তৃণমূলে আরও একটি বর্ধিত কর্মিসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নেতাজি ইনডোরে সেই বৈঠকের আয়োজন করতে। এরই মধ্যে আবার একাংশ সংবাদমাধ্যমে লেখা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ নেতাজি ইনডোরে সেই বর্ধিত কর্মিসভা হবে। জানা গেছে, এতেই চটেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলছেন, আমিই জানি না কবে সভা হবে, আর সংবাদমাধ্যমে তারিখও লিখে দিল।
ইনডোরের প্রস্তাবিত সভায় ১২ হাজার কর্মী উপস্থিত থাকার কথা। পুরসভা, পঞ্চায়েত, জেলা সংগঠনের কোন স্তর পর্যন্ত কর্মীদের ডাকা হবে তা এখন খতিয়ে দেখছেন রাজ্য সভাপতি। যা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বলেই খবর।
এদিকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে ১০ ফেব্রুয়ারি। তা আপাতত প্রথম পর্বে ১৯ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। তবে তা ২১ তারিখ পর্যন্ত গড়াতে পারে। আবার ২৬ তারিখ শিবরাত্রি। সেদিন বা তার আগে কিংবা পরদিন মহিলা কর্মীদের জেলা থেকে কলকাতায় আসতে বলা মুশকিল। অনেকেই উপোস করেন, শিবের মাথায় জল ঢালেন। ফলে এ মাসের নেতাজি ইনডোরে প্রস্তাবিত সভা না হওয়ার সম্ভাবনাই বেশি। তা মার্চ মাসে হতে পারে।
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, আগে ঠিক ছিল প্রথমে জেলা ও রাজ্য সংগঠনে রদবদল হবে। তার পর এই কর্মিসভা ডাকা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, রদবদল আপাতত শিকেয় উঠেছে। কর্মিসভার আগে রদবদলের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।