Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Kolkata Police Commissioner

বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরালেন মমতা, সম্ভাবনার কথা লিখেছিল দ্য ওয়াল

কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অবশেষে বিনীত গোয়েলকে সরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরালেন মমতা, সম্ভাবনার কথা লিখেছিল দ্য ওয়াল

পীযূষ পাণ্ডে ও বিনীত গোয়েল

শেষ আপডেট: 21 August 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অবশেষে বিনীত গোয়েলকে সরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদে আনা হল এক সিনিয়র আইপিএস অফিসারকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই সম্ভাবনার কথা দ্য ওয়ালে লেখা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে হলও তাই।  

১৪ অগস্ট মধ্যরাতের পর আরজি কর হাসপাতালে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করেছিল সর্বোচ্চ আদালত। শুধু তা নয়, আরজি কর হাসপাতালের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ রাজ্যের জন্য শুধু ধাক্কা নয়, বড় লজ্জারও বটে। কারণ, কলকাতা পুলিশের সদর দফতরের অদূরে কোনও সরকারি হাসপাতালের নিরাপত্তায় যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়, তাহলে তা মহানগরের পুলিশের প্রতি অনাস্থাকেই চিহ্নিত করে। এর পর বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদে রাখা আর সম্ভব ছিল না। 

সুপ্রিম কোর্টের ওই নির্দেশের আগেই ঘরে বাইরে বিপুল সমালোচনা হচ্ছিল বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে। আরজি করে হামলা রুখতে ব্যর্থতা, ডার্বির দিন যুবভারতীর বাইরে লাঠি চালানো ইত্যাদি ঘটনায় তিনি বারবার প্রশ্নের মুখে পড়েন। 

শাসক দলের একাংশের মতে, ১৪ অগস্টের রাতে আরজি কর হাসপাতালে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না রাখা অপদার্থতা ছাড়া আর কিছু নয়।  এ ব্যাপারে মুখ খুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হামলার ঘটনার তীব্র সমালোচনা করে তিনি ফোন করেছিলেন পুলিশ কমিশনারকে। সেই সঙ্গে বলেছিলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিষেকের কথায়, “আন্দোলনকারী চিকিৎসকদের দাবি সঙ্গত। সরকারের থেকে এটুকু তো তাঁরা প্রত্যাশা করতেই পারেন। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।”

প্রশ্নের মুখে পড়ে বিনীত গোয়েল সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেছিলেন। তিনি বলেছিলেন, ১৪ তারিখ রাতে শহর জুড়ে যে প্রতিবাদ সংঘটিত হয়েছিল তা ছিল লিডারলেস অর্থাৎ নেতৃত্ববিহীন। কোথায় কত লোক হবে তা আন্দাজ করা যায়নি। 

তাঁকে তখনই প্রশ্ন করা হয়েছিল, আরজি কর হাসপাতাল তো গোটা ঘটনার এপিসেন্টার, সেখানে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ ছিল না কেন? তার কোনও সদুত্তর দিতে পারেনি কমিশনার। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ১৫ অগস্ট (১৪ অগস্ট মধ্য রাতের পর) আরজি কর হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক। ক্রাইম সিন সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে পুলিশ ও প্রশাসন। 

এবার লোকসভা ভোটের পর আমলাতন্ত্রে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই রদবদলে কলকাতার পুলিশ কমিশনার পদে নতুন মুখ আনার ব্যাপারেও কথা চলছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলের কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা বলেছিলেন, কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েলের থাকাটা এবার মুশকিল হয়ে গেলে। বদলের সম্ভাবনা এখন ষোল আনা। শেষমেশ সেটাই হল বুধবার।


ভিডিও স্টোরি