শেষ আপডেট: 23rd July 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: এই বাজেট সাধারণ গরিব মানুষের বাজেট নয়। বাংলাকে বঞ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট পেশের পরে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলা কারও দয়া চায় না। কিন্তু বাংলার সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না।'
কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি এরকম কখনও দেখিনি, একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজে করে, কেবল অর্থ দিয়ে, মন্ত্রক না দিয়ে, স্পিকারপদ না দিয়ে, বৈষম্য তৈরি করছে। অন্ধ্র, বিহারতে টাকা দিয়েছে, ঠিক আছে। কিন্তু বৈষম্য তৈরি করা ঠিক নয়।'
তাঁর কথায়, 'যদি মনে করে বাংলাকে বঞ্চিত করবে এভাবে, মানুষ গর্জন করবে। যেগুলো ওঁদের পছন্দ, তাই করবে। যার অনেক আছে, তাকে পাইয়ে দেবে, যার কিছু নেই তাকে কিছু দেবে না। বাংলায় এত প্রাকতিক বিপর্যয় হয়, তাকে কোনও টাকা দিল না। আশপাশের সব রাজ্যকে দিল। বাংলা একা নয়, বাংলা একাই ১০০। ভোটের মঞ্চে দেখা হবে।'
তিনি আরও বলেন, 'বাংলায় ১১-সাড়ে ১১ কোটি মানুষ। প্রচুর ভোট, সেটা মনে রাখবেন। ১০০ দিনের কাজের কোনও খোঁজ নেই। তিন কোটি বাড়ি যে দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সাধারণ ঘরের মেয়েদের কথা ভাবেনি। সোনা-রুপোর ওপর ভর্তুকি দিয়েছে। আগেরবারও জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হিরের ওপর ছিল না।'
মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'মূল্যবদ্ধির দিকে কোনও নজর দিল না। মাত্র ১ লক্ষ ছাত্রকে টাকা দেবে বলছে। ১৩০ কোটির দেশে তো সেটা কিছুই নয়। আমরা তো সবাইকে দিয়েছি, ১০ লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট। আমাদের ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা এখনও পাওনা কেন্দ্রের থেকে। এক পয়সাও দেয়নি। উল্টে বঞ্চিত করছে বাংলাকে। এখান থেকে জিএসটি নিয়ে গেছে। আমরা আর কোনও ট্যাক্স করতে পারি না। শুধু সেজ (SEZ) করেছে, যাতে সব লাভ ওদের হয়।'
মমতা বলেন, 'এই বাজেট জনসাধারণের বাজেট নয়, গরিবের বাজেট নয়। এটা পলিটিক্যালি বায়েসড বাজেট। একটা পার্টিকে খুশি করতে এই বাজেট। আয়ুষ্মান ১০০ শতাংশ দিক। আমার আপত্তি নেই। কিন্তু এই স্কিমে তো ৬০ শতাংশ দেয়। ৪০ শতাংশ টাকা প্রাপককেই গুনতে হবে। তারা কোথায় পাবে? আমাদের স্বাস্থ্যসাথী পুরোটাই ফ্রি। এই জন্যই আমরা আয়ুষ্মান ভারতে যোগ দিইনি।'
বিহারের আর্থিক প্যাকেজের পিছনে কি নীতীশ কুমারের অবস্থান বিবেচনা করে দেখা হয়েছে, সে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 'বিহারের ব্যাপারে আমি কিছু বলব না। আমি কোনও পলিটিক্যাল পার্টির নিজের সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলব না। আমি কেবল বলব, এই বাজেটে কোনও ভিশন নেই, কেবল পলিটিক্যাল পার্টির মিশন আছে। আমি কোনও আলো দেখতে পাচ্ছি না বাজেটে। অন্ধকার।'
তাঁর আরও অভিযোগ, 'এই বাজেট পাহাড়কে ভুলে যায়। ভোটের সময় মনে রাখে কেবল, তার পরে ভুলে যায়। বাংলাকে ওরা হিংসা করে, তাই বাংলাও ব্রাত্য করে ওদের।'