শেষ আপডেট: 12th February 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়। এই প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী।
বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএ-র বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রথম ১২৫ শতাংশ দিতাম। এখন আবার ৪ শতাংশ বাড়ানো হল। ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ। কেন্দ্রীয় সরকার কিছু না করলে তারা চুপ থাকে...'
এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ। মমতা জানিয়েছেন, আরও দেওয়া হবে। ধাপে ধাপে সবটা ক্লিয়ার করার চেষ্টা হবে। যখন সময় আসবে সরকারি কর্মীরা আরও ডিএ পাবেন।
রাজ্য বাজেটে ডিএ নিয়ে ঘোষণা শোনার পরই আনন্দে ফেটে পড়েন বিধানসভার কর্মীরা। কক্ষের বাইরে সবুজ আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বেরনোর সময়ও। শোনা যায়, জয় বাংলায় স্লোগান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ-র ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে অসন্তোষ রয়েছে বহু দিন ধরে। ডিএ নিয়ে আন্দোলন কম হয়নি। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করে দিয়েছে। যার সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা।
এই প্রেক্ষিতেই কর্মচারী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এরাজ্যে সপ্তম পে কমিশনের (West Bengal 7th Pay Commission) গঠন কবে হবে? উত্তর আসার আগেই বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা কর্মচারীদের সেই ক্ষতে অনেকখানি প্রলেপের কাজ করবে বলেই মনে করা হচ্ছে। তার ওপর সবশেষে পাওয়া গেল মুখ্যমন্ত্রীর আশ্বাসও।