শেষ আপডেট: 2nd October 2024 07:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাঙালির জন্য দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তবে এদিন গান্ধী জয়ন্তীও। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অহিংসার কথা মনে করিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। কী বললেন মুখ্যমন্ত্রী?
আরজি কর কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। মঙ্গলবারও বিরাট জনসমাগম দেখেছে শহর কলকাতা। বুধবার অর্থাৎ মহালয়া একইসঙ্গে গান্ধী জয়ন্তীর দিনও কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের। এই পরিস্থিতিতে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে ফের অহিংসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সকলের উচিত মহাত্মার দেখানো পথ অনুসরণ করে শান্তি বজায় রাখা।
মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''গান্ধীজির অহিংসা, সততা এবং ঐক্য নিয়ে শিক্ষা আমাদের সকলকে পথ দেখায়। তিনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের উচিত তাঁর সেই শিক্ষা নিয়েই ওই পথ অনুসরণ করা।'' সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে আলাদা করে কোনও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেন কিনা সে দিকে অবশ্যই নজর রয়েছে সকলের।
On the occasion of Gandhi Jayanti, I pay tribute to the Father of the Nation, Mahatma Gandhi.
— Mamata Banerjee (@MamataOfficial) October 2, 2024
His teachings of non-violence, truth, and unity continue to inspire us every day. Let us pledge to build a just and inclusive society, reflecting his vision for India.
May we continue…
মঙ্গলবারই শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে উৎসবের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরজি করের ঘটনার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষের মধ্যে এবার পুজো ঘিরে উৎসাহ কতটা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মমতা নিজেও বলেছেন, মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। তবে গান্ধী জয়ন্তীর দিনই দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান রয়েছে তৃণমূলের। সেই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দিতে পারেন।