শেষ আপডেট: 1st November 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাট সামলে প্রতিবারের মতো এবারও বাড়ির কালীপুজোয় ব্যস্ত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিগ্রহের সামনে আল্পনা দেওয়া থেকে শুরু করে মায়ের ভোগ রান্না, এমনকী বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাড়িতে আসা অতিথিদের অভ্যর্থনার ভারও সামলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিল। শুক্রবার দুপুরে পুজোর বিভিন্ন মুহূর্তের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে সবকিছু একা সামলাতে দেখা যাচ্ছে।
ভিডিওর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন'। উঠে এসেছে নারী শক্তির প্রসঙ্গও।
কালীপুজোয় সারাদিন উপোস থাকেন মমতা। ফেসবুক পোস্টে তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এটা আমার বাড়িতে ৪৭ তম কালী পুজো। বছরের পর বছর ধরে, জীবনের সুখ-দুঃখের মধ্য দিয়ে, আমি শক্তি এবং নির্দেশনার জন্য মা কালীর আরাধনা করি।" রাজ্যবাসীর কল্যাণ কামনাও করেছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছিলেন মমতা। বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। সন্ধেতেও কালী আরাধনার ছবি দেখা গিয়েছিল। এবার ফেসবুক পোস্টে বাড়ির পুজোর ছবি দিয়ে রাজ্যবাসীর কল্যাণ কামনার বার্তাও দিলেন।