শেষ আপডেট: 27th March 2025 21:06
আর কিছুক্ষণ পরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ ক্যাম্পাসে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Oxford)। তার কয়েক ঘণ্টা আগেই তিনি বাসে করে পৌঁছে যান ক্যাম্পাসে। ঘুরে দেখেন চারপাশ।
এদিন অক্সফোর্ডে তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
অক্সফোর্ডের যে মঞ্চে মমতা বক্তৃতা দেবেন, সেখানেও উপস্থিত থাকার কথা সৌরভের।
অনেকেই মনে করছেন, অক্সফোর্ডের মতো মঞ্চে সৌরভকেও সঙ্গে রেখে, তাঁর নিজের ভার ও ধার দুইই বাড়াতে চাইছেন দিদি।
এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন র্যাডক্লিফ ক্যামেরা।
ইন্ডিয়ান ইনস্টিটিউটেও যান তিনি।
দেখেন বোদলেয়ান লাইব্রেরি।
আর কিছুক্ষণ পর, বিকেলবেলায়, ভারতীয় সময় রাত ১১টায় অক্সফোর্ডের কেলগ কলেজের মঞ্চে বক্তৃতা দেবেন মমতা।