মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2nd December 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক আজ শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। ফলে বহুদিন পর একই ফ্রেমে পাওয়া যাবে দু'জনকে।
এদিন বিধানসভা কক্ষে অধিবেশন শুরু হতেই বাংলার ট্যুরিজম নিয়ে কথা বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর কথায়, 'ট্যুরিজম বড় জায়গা। আমরা চা বাগানের জমি টি ট্যুরিজমের জন্য দিচ্ছি। হোম স্টে হচ্ছে। ইউনেস্কো আমাদের ট্যুরিজমে সেরা ডেস্টিনেশন দিয়েছে। আমাদের রিলিজিয়ন ট্যুরিজম হয়েছে।'
তিনি আরও বলেন, 'মন্দির, মসজিদ, গীর্জার কাজ হয়েছে। স্কাই ওয়াক হয়েছে দক্ষিণেশ্বরে। কালীঘাটে হচ্ছে। আমি দীঘা যাচ্ছি শীঘ্রই। সেখানে পুরীর মতো জগন্নাথ মন্দির হচ্ছে। আমি ট্রাস্টি বোর্ড গড়ছি। নিমকাঠের ঠাকুর প্রতিনিয়ত পুজো হবে। এছাড়া মার্বেল দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এছাড়া চৈতন্য দ্বারও হচ্ছে'।
অধিবেশনে হোম ট্যুরিজমে জোর দেওয়ার কোথাও ওঠে মমতার মুখে। বলেন, 'আমি লামাহাটা দিয়ে হোম স্টে শুরু করেছি। বাড়িতে বাড়িতে হোমস্টে হয়েছে। ইতিমধ্যেই গঙ্গাসাগর সেতুর ডিপিআর হয়ে গেছে। ১৫০০ কোটি টাকার প্রকল্প। কুম্ভ মেলার সঙ্গে সাগর মেলা লড়ছে। সুন্দরবন থেকে গজলডোবা যেখানে যা আছে, পাহাড় থেকে সাগর, নিজের বৈশিষ্ট্যে আছে।'
মুখ্যমন্ত্রী স্পষ্ট এদিনের অধিবেশন থেকে জানিয়ে দেন, এখন প্রচুর হোটেল, হোম স্টে হয়েছে। যার কারণে ব্যাপক কর্মসংস্থানও হয়েছে। পাল্টা বক্সা এলাকার ট্যুরিজম নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে মমতার জবাব,
'আমরাই একমাত্র উত্তরবঙ্গে ট্যুরিজম সাজিয়েছি। আপনি কালচিনি নিজের এলাকায় বেশি সময় দিন। তাহলে কাজ দেখতে পাবেন।'