মৎস্যজীবীদের অর্থসাহায্য মমতার। ছবি: অরিত্র কবিরাজ
শেষ আপডেট: 6th January 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগরে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দ্য ওয়াল আগেই খবর করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলাদেশে বন্দি থাকা মৎস্যজীবীরা দেশে ফিরলেই দেখা করবেন। হলও তাই। শুধু তাই নয়, মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করলেন তিনি। এছাড়াও, প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে ১০ হাজার টাকাও তুলে দেন তিনি। বলেন, 'এতদিন যেহেতু তাঁরা জেলে ছিলেন আমি ১০ হাজার টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ তাঁরা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারবেন।'
কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে তৎপর হয়েছিল নবান্ন। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করেছিল বাংলাদেশ সরকার। এ ব্যাপারে ৩০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করে ইউনুস সরকার।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগেই সাগরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে অন্য সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আজই মুখ্যমন্ত্রী পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রমের কার্যালয়ে।
ঘটনা হল, দু'মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করেন। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
আবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।