শেষ আপডেট: 15th July 2024 08:01
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে অনেক কিছুই আগে থেকে চূড়ান্ত বলা যায় না। বহু ক্ষেত্রে দেখা যায়, শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলে ফেলা হয়। তেমন কিছু না ঘটলে আজকালের মধ্যে মন্ত্রিসভা ও প্রশাসনে ছোটখাটো বদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বদলে নতুন কোনও মুখ হয়তো এখনই মন্ত্রিসভায় আসবে না। শুধু দায়িত্ব বন্টনে সামান্য পরিবর্তন করা হতে পারে। বা কাউকে কোনও দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এটাই শেষ নয়। সরকার ও সংগঠনে বড় রদবদল এখন অনিবার্য। এবং তা হতে পারে ভাদ্র মাস পড়ার আগেই।
এ বছর ভাদ্র মাস শুরু হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের ১৬ অগস্ট। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে খবর, ১৫ অগস্টের আগেই সরকার ও সংগঠনে রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাই শহিদ সমাবেশের আয়োজন নিয়ে এখন গোটা দল ব্যস্ত। সেই পর্ব মিটে যাওয়ার পর সম্ভাব্য রদবদল নিয়ে শীর্ষস্তরে আলোচনা শুরু হয়ে যাবে বলে খবর।
এখন কারও কৌতূহল হতেই পারে যে, ভ্রাদ্র মাস পড়ার আগেই কেন রদবদল সেরে ফেলা হবে?
তার কারণ, সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি, কংগ্রেসের মতো দলগুলি ভাদ্র মাসকে শুভ বলে মনে করে না। মল মাস পড়ে গেলে তো পারতপক্ষে কোনও সিদ্ধান্তই ঘোষণা করা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেসও এই রেওয়াজ থেকে বিচ্ছিন্ন নয়। সেই কারণেই শ্রাবণ মাসের মধ্যে যাবতীয় পরিবর্তন সেরে ফেলার ভাবনাচিন্তা চলছে।
এবার লোকসভা ভোটে বাংলায় ২৯টি আসনে জিতেছে তৃণমূল। এই ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন নতুন শক্তি দিয়েছে। শনিবার উপ নির্বাচনের চার-শূন্য ফলাফল আরও অক্সিজেন যুগিয়েছে তাঁকে। তা ছাড়া পর পর দুটি ভোটের এই ফলাফলে আপাতভাবে বাংলায় এই ধারণা তৈরি হয়েছে যে বাংলায় বিজেপির মাজা ভেঙে গিয়েছে। বিরোধী শিবির তুমুল হতাশাগ্রস্ত। এহেন পরিস্থিতিতে ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে দল ও সরকারে একটা বড় ঝাঁকুনি দেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে একটা রদবদল করতে চলেছেন, তা নিয়ে বলতে গেলে এখন আর রহস্যেরও কোনও বাকি নেই। কৌতূহল শুধু রয়েছে বদলের স্বরূপ নিয়ে। মন্ত্রিসভায় নতুন কোনও মুখ আনা হয় কিনা, কারা বাদ পড়তে পারেন, জেলা স্তরেই বা কী বদল হতে পারে—বলাবাহুল্য এসব নিয়ে তাই কিছুদিন এখন জল্পনা চলবে।