শেষ আপডেট: 25th September 2023 07:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় লগ্নি আনতে বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে উড়ে গিয়েছিলেন তিনি। স্পেন হয়ে দুবাই ঘুরে শনিবার সন্ধ্যাবেলা কলকাতায় ফিরলেন মমতা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'স্পেন ও দুবাইয়ের বৈঠক আশাপ্রদ। বড় বড় চুক্তি হয়েছে।'
স্পেনের মাদ্রিদ ও বর্সোলেনা হয়ে দুবাই গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, বাংলার ফুটবল পরিকাঠামোতে বদল আনতে লা লিগার সঙ্গে বৈঠকও করেন মমতা। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহোমেডান কর্তারা। জানা গেছে, কলকাতায় ফুটবল আকাডেমি তৈরি করতে লা লিগার সঙ্গে চুক্তি সই করেছে রাজ্য সরকার।
মাদ্রিদে বহুজাতিক বস্ত্র শিল্প সংস্থা জারা-র সঙ্গে বৈঠক করেন মমতা। মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন কেন ব্যবসার জন্য বাংলা সেরা জায়গা। শুধু মাদ্রিদ নয়, বার্সেলোনা ও দুবাইতেও একইভাবে বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীদের সঙ্গে বৈঠক করেন মমতা।
দুবাইয়ে লুলু গোষ্ঠীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মমতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, নিউটাউনে লুলু গোষ্ঠী শপিং মল তৈরি করতে পারেন। সেইসঙ্গে মাছ প্রক্রিয়াকরণ, পোল্ট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে যে লুলু গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে তাও জানান বাংলার মুখমন্ত্রী।
আরও পড়ুন: ৭ দিনে ৭ হাজার ডেঙ্গি আক্রান্ত, দেবীপক্ষের আগে কি নিস্তার মিলবে? কী বললেন মেয়র