শেষ আপডেট: 8th September 2021 03:40
মমতার আজ ভবানীপুরে প্রচার শুরু
দ্য ওয়াল ব্যুরো: নিজের কেন্দ্রে আজ বুধবার প্রচার শুরু করছেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলে দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে মুখ্যমন্ত্রী একটি কর্মীসভা করবেন। সেখানে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী, দলের ওয়ার্ড কো-অর্ডিনেটর, ব্লক সভাপতি তাছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন। নেতৃত্ব বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার থেকেই শুরু হয়ে যাবে জয় উদযাপন। কর্মী সভা ছাড়াও তৃণমূল নেত্রী কয়েকটি ছোট মাপের জনসভা করতে পারেন। প্রেসিডেন্সিতে গণজমায়েতের ডাক, বুধবার ফের উত্তাপ ছড়াবে কলেজ স্ট্রিটে দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ভবানীপুরের পার্টি নেতৃত্বকে বারেবারেই বলেছেন প্রতিটি পদক্ষেপেই কঠোরভাবে মানতে হবে করোনা বিধি। ইতিমধ্যে ভবানীপুরে মমতার জন্য দেওয়াল লেখার কাজ প্রায় সম্পূর্ণ। সেখানে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন দলের মন্ত্রী তথা গত বিধানসভার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দেওয়ালও লেখেন। মঙ্গলবারই কংগ্রেস হাইকমান্ড ঘোষণা করেছে তারা ভবানীপুরে মমতা বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না। তবে সিপিএম ও বিজেপি প্রার্থী দেবে। ফলে লড়াই হতে চলেছে অনেকটা একপেশে। মমতা কত ভোটের মার্জিনে জিতবেন সেটাই এখন দেখার। কিন্তু তৃণমূল নেতৃত্ব তা সত্ত্বেও প্রচারে কোনও খামতি রাখতে নারাজ। স্বয়ং প্রার্থী মমতা বেশ কয়েকটি কর্মী সভা করবেন। এক দুটি পদযাত্রা এবং সভাও করবেন। আর মূল প্রচার করবেন কর্মীরা। তারা প্রতিটি বাড়িতে যাবেন। ভবানীপুরে বহু ভাষাভাষীর কেন্দ্র। তারমধ্যে বাংলাভাষীর পরই পাঞ্জাবি ও গুজরাটির বাস বেশি। তৃণমূল তাদের মধ্যে প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছে। লক্ষ্য, বিজেপিকে শুধু হারানো নয়, একেবারে পর্যুদস্ত করা। তৃণমূলের লক্ষ্য, গেরুয়া প্রার্থীর জমানত বাজেয়াপ্ত করা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'