কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 24 November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই রাজ্যের ৬ বিধানসভা আসনেই এসেছে সহজ জয়। বিরোধীদের দুরমুশ করে সব আসনেই রেকর্ড জয় পেয়েছেন শাসক দলের প্রার্থীরা। তবে বাংলাতে দাপট দেখালেও শনিবার দেশের বিভিন্ন প্রান্তে বিধানসভার উপনির্বাচনের ফল সামনে আসতেই একটা বিষয় পরিষ্কার, বিজেপিকে সামলাতে কোনও অঙ্কই কাজে লাগেছে না বিরোধী জোট ইন্ডিয়ার। কিন্তু কী করলে আগামীদিনে মোদী সরকারকে দেশ থেকে নির্মূল করা যাবে তার উপায় বাতলে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের রাজনীতিতে বিরোধীদের কোণঠাসা হয়ে পড়ার মূল কারণ সঠিক নেতৃত্বের অভাব। সে কারণেই বারবার চেষ্টা করেও লক্ষ্যভেদ হচ্ছে না বিরোধীদের। রবিবার সে প্রসঙ্গেই কল্যাণ বলেন, ‘ইগো সরিয়ে ইন্ডিয়া জোটের মুখ হিসাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসুন।’
কেন তিনি এমন কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণ মনে করিয়ে দেন, বাংলা পারলেও দেশের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়তে হচ্ছে বিরোধী জোটকে। রাখঢাক না রেখেই কংগ্রেসের প্রতি একটু সুর গরম করে তাঁর অভিযোগ, ‘বিরোধীরা লাগাতার হাত্রের মুখ দেখলেও কেন নিজেদের ইগো সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে না? একমাত্র তিনিই পারেন দেশ থেকে বিজেপির বিদায়ঘণ্টা বাজাতে। যারা ব্যর্থ হচ্ছেন দায় মানতেই হবে।’
কল্যাণ এদিন হরিয়ানা, মহারাষ্ট্রের উপনির্বাচনে বিরোধীদের খারাপ ফলের কথা উল্লেখ করে বলেন, 'নেতৃত্বের অভাবেই এমনটা হচ্ছে। বিরোধী জোটের নেতৃত্ব তাঁরই দেওয়া উচিত যার প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না।’
পাশাপাশি বাংলার ৬ আসনে উপনির্বাচনে তৃণমূলের জয়ে উচ্ছ্বসিত কল্যাণ মনে করিয়ে দেন, ‘পশ্চিমবঙ্গে মানুষের ভরসা, বিশ্বাস, আস্থার নাম মমতা। সে কারণেই এখানে বিরোধীদের কোনও জায়গা নেই। বিরোধীরা ছয়ে শূন্য পেয়েছে। আগামী দিনে দেখবেন পশ্চিম বাংলায় কোনও বিরোধী দলনেতাও থাকবে না।’
সময় যত গড়িয়েছে মূলত কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতের অমিলের কারণে ধীরে ধীরে ইন্ডিয়া জোটের রাস্তায় কিছুটা হলেও মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। জোটের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল নেত্রী একাধিকবার প্রশ্নও তুলেছেন। তবুও হাত শিবিরের উপর আস্থা রেখেই একজোট বিরোধীরা। সে কারণেই এমন হাল বলে মনে করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।