শেষ আপডেট: 29th September 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: সমতল থেকে পাহাড়, টানা দু’দিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শুক্রবার রাতভর বৃষ্টির জেরে শনিবার সকালে কালিম্পঙের মেল্লি, দার্জিলিং জেলার চিত্রে-সহ পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে। অবরুদ্ধ রাস্তা।
এমন পরিস্থিতিতে রবিবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেতে পারেন সমতলের ধসবিধ্বস্ত এলাকাতেও।
তবে এ যাত্রায় মুখ্যমন্ত্রীর পাহাড়ে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। কারণ, সোমবারই কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কারণ, সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফরসূচি বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্রের খবর, রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরব পাশাপাশি সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের সুপার ও অধ্যক্ষদেরও ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। সেখানে জুনিয়র চিকিৎসকদের দাবি এবং পুজো সংক্রান্ত অন্যান্য বিষয়ে পর্যালোচনা করা হতে পারে।
একদিকে ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পঙের একাধিক এলাকায় যেমন ধস নেমেছে তেমনই তিস্তার বাঁধ থেকে জল ছাড়ায় নতুন করে টাকিমারি, মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে নীচু এলাকার বাসিন্দাদের সরানোর কাজও শুরু করেছে প্রশাসন। ধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কও।