শেষ আপডেট: 27th February 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের কলকাতায় বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। কিন্তু ছোট বড় সকলের সামনে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে এক প্রকার বেআব্রু করে দেন তৃণমূল দলনেত্রী। সরাসরি প্রশ্ন করেন, ‘তুমি বিজেপির বিরুদ্ধে কোনও কথা বলছ না কেন? সেই সঙ্গে বলেন, আমার কাছে সব খবর আছে।‘
সেই ঘটনার পর এক মাসও কাটেনি। সোমবার দুর্গাপুরে পৌঁছে ফের মলয় ঘটক ও তাঁর ভাই অভিজিৎ ঘটককে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সেই সঙ্গে আসানসোল পুরসভার ডেপুটি মেয়র।
সূত্রের খবর, ঘটক ভাতৃদ্বয়ের বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুরে তৃণমূলের মধ্যেই একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। তার মধ্যে আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়, বিশ্বনাথ পারিয়াল প্রমুখ রয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সোমবার জেলার নেতাদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে তিনি বলেন, অনেকে ভাবছেন চুপ করে থেকে আশপাশের কয়েকটা সিটে বিজেপিকে সুবিধা করে দিয়ে ইডি সিবিআই থেকে বাঁচবে, সেটা হতে দেব না।
মমতার এই বার্তা কার উদ্দেশে তা নিয়ে দলের অনেকেরই কোনও ধন্দ নেই। এও খবর, বৈঠকে মমতা বলেন, আসানসোল-দুর্গাপুর এলাকায় কারখানায় ঠিকা শ্রমিক কাজে লাগানোর জন্য টাকা তোলা হচ্ছে বলে তাঁর কাছে অভিযোগ রয়েছে। তাতে দলের বদনাম হচ্ছে শুধু তা নয়, তৃণমূলের সঙ্গে এতদিন যে শ্রমিকরা জুড়ে ছিলেন তাঁদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। এই বিষয়ে অভিজিৎ ঘটকের সঙ্গে দ্য ওয়ালের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে ওঁকে ফোনে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ওঁর প্রতিক্রিয়া পেলে আপডেট করে দেওয়া হবে।
জেলার এক নেতা এদিন দ্য ওয়ালকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই রুষ্ট যে লোকসভা ভোট পর্যন্ত অভিজিৎ ঘটককে আপাতত কিছুটা পিছনে থাকতে বলেছেন তিনি। দিদির এমন কড়া বার্তায় আসানসোল-দুর্গাপুরে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছে।
এখানে জানিয়ে রাখা ভাল, বেআইনি কয়লা পাচার মামলায় আইন মন্ত্রী মলয় ঘটককে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর আসানসোল ও কলকাতার বাড়িতে একবার তল্লাশিও হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ হল, এতবার নোটিস পাঠানো সত্ত্বেও মলয় ঘটক একবারও ইডি দফতরে যাননি। তার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ হেলদোল দেখা যায়নি। তাতে অনেকের মনেই সন্দেহ ও কৌতূহল তীব্র হয়েছে।
আসানসোল ও দুর্গাপুরে লোকসভা ভোটে কাকে প্রার্থী করা হবে সে ব্যাপারে সোমবারের বৈঠকে অবশ্য কোনও আলোচনা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানা গিয়েছে, লোকসভা ভোটে স্থানীয় দুই নেতাকে বিশেষ ভাবে সক্রিয় থাকতে বলেছেন তিনি। তাঁদের একজন হলেন মেয়র বিধান উপাধ্যায়, দ্বিতীয় জন হলেন বিশ্বনাথ পারিয়াল। বিশ্বনাথকে দুর্গাপুর পশ্চিম আসনটিতে বিশেষ নজর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।