Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Loksabha Elections 2024

পূর্ব মেদিনীপুরে স্কুলে সবথেকে বেশি দুর্নীতি! নাম না করে কাকে আক্রমণ করলেন মমতা

নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা শাসক দলের চাপ উত্তরোত্তর বাড়াচ্ছে। ইতিমধ্যেই একাধিক নিয়োগ বাতিল হয়েছে। ন্যায্য চাকরির দাবিতে হওয়া আন্দোলনের উত্তাপও বাড়ছে দিনদিন।

পূর্ব মেদিনীপুরে স্কুলে সবথেকে বেশি দুর্নীতি! নাম না করে কাকে আক্রমণ করলেন মমতা

শেষ আপডেট: 4 March 2024 09:03

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা শাসক দলের চাপ উত্তরোত্তর বাড়াচ্ছে। ইতিমধ্যেই একাধিক নিয়োগ বাতিল হয়েছে। ন্যায্য চাকরির দাবিতে হওয়া আন্দোলনের উত্তাপও বাড়ছে দিনদিন। এই আবহে সোমবার তমলুক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বার্তা দিয়ে বললেন, ''আমি কারও চাকরি খাই না, খাবো‌ও না।'' তবে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। 

পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে পরোক্ষভাবে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। সোমবার মমতা বলেন, ''সবচেয়ে বড় পকেটমারি স্কুল শিক্ষায় কে করেছে, ভুলে গেছেন মেদিনীপুরের লোক। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই‌। আমি কারও চাকরি খাই না, খাবো‌ও না।'' মুখ্যমন্ত্রীর কথায়, গদ্দাররাই আদালতে গিয়ে চাকরি আটকায়। তারাই সবথেকে বেশি টাকা খেয়েছে। এই জেলাতেই সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি তাঁর।

কোনও নাম না নিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ''সবথেকে বেশি পেয়েছে, সবথেকে বেশি খেয়েছে যখন পার্টিতে ছিল। গরীব ছেলেমেয়ের চাকরি খেয়ে বসে আছে। এই সাধুর সাধুগিরি আমি ছাড়াব।'' সভায় আগত মানুষের প্রতি তাঁর বার্তা, ''এই মাটিতে একদিন যদি আপনারা ইংরেজদের পরাস্ত করতে পারেন, তাহলে এই নির্বাচনে গদ্দারদের পরাস্ত করুন।'' রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মমতা যে মন্তব্য করেছেন তাতে কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, তাঁর ক্ষোভের কেন্দ্রে রয়েছে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার। 

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। আগামী ১০ মার্চ মূলত কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে। তার আগে সোমবার ফের মোদী সরকারের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রসঙ্গ উঠল ঘাটাল মাস্টার প্ল্যানের। মুখ্যমন্ত্রী বলেন, ''বারো বছর ধরে অনেক টাকা চেয়েছি আর চাইবো না। যে নেতারা বড় বড় কথা বলে তাঁরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারে না?'' মমতা আশ্বাস দেন, আর কেন্দ্রের কাছে টাকা চাওয়ার কোনও প্রশ্ন নেই। আগামী দুই-তিন বছরের মধ্যে রাজ্যেই করে দেবে এই কাজ। 


ভিডিও স্টোরি