শেষ আপডেট: 18th January 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। এবার বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আলেক্স এলিস। এছাড়াও ছিলেন সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লন্ডন সফর নিয়ে কথা বলেন। তিনি জানান, লন্ডনের সব রাস্তা তিনি চেনেন, বিজিবিএস-এ গিয়ে কখনও গাড়ি ব্যবহার করেননি, শুধু হেঁটেছেন। এছাড়া বইমেলা সম্পর্কে স্মৃতিচারণ করে মমতা বলেন, তাঁর প্রথম বই যখন বেরিয়েছিল সেই সময় বইমেলা অনেক ছোট জায়গায় হত। এখন এই প্রাঙ্গণে অনেক জায়গা। এটাই কলকাতা বইমেলার চূড়ান্ত ঠিকানা হয়ে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে বই লেখায় শতক পার করবেন তা উনিশ সালের বইমেলার উদ্বোধনে জানিয়েছিলেন। চব্বিশের বইমেলায় তিনি বলেন, ''আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি নিজেই জানি না। একশো তেতাল্লিশ হবে। সাতটা আগামী বছর করে দেব তাহলে দেড়শো হয়ে যাবে।'' মমতা এও জানান, রাস্তায় যেতে যেতে কখনও লিখতে ভালো লাগে, কিন্তু বেশি সময় পান না।
এবারের বইমেলায় আমেরিকা, ইটালি, স্পেন, রাশিয়া, পেরু, কলম্বিয়া, কিউবা, আর্জেন্টিনা, বাংলাদেশ সহ কমপক্ষে ২০টি দেশ অংশগ্রহণ করেছে। সব ধরণের প্রকাশক মিলিয়ে স্টল সংখ্যা প্রায় ১০০০। মুখ্যমন্ত্রীর আশা, একদিন বিশ্বের ১ নম্বর বইমেলা হবে কলকাতা বইমেলা।