শেষ আপডেট: 24th May 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিমকোর্টে মামলা করবে বলে ফের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সাগরের মথুরাপুরের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "আমি আগেও বলেছি, আবারও বলছি, এই রায় মানি না। কারণ, এই রায়ের কোনও ভিত্তি নেই। বিজেপি-সিপিএম পার্টির কথা শুনে রায় দেওয়া হয়েছে।"
১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ২০১২ সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, ২০১২ সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলি বৈধ নয়। আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা।
এই প্রসঙ্গে নাম না করে দু'জন প্রাক্তন বিচারপতির প্রসঙ্গও টেনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ রিটায়ার করার আগেই বলছে, আমি তো আরএসএস করি, বিজেপির হয়ে দাঁড়াব! কেউ রিটায়ার করেই বলছে, আমি তো আরএসএস করতাম। জীবনে আমাদের এসব জিনিস দেখার সুযোগ মেলেনি। মানুষ যখন কোথাও বিচার পায় না তখন আদালতে যায়। আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে। কারণ, আদালত যে বিচার দিচ্ছে, তার সব বিচার ঠিক নয়, দু একজনের বিচারকে আমরা সমর্থন করি না।"
মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকেও। তৃণমূল নেত্রীর অভিযোগ, "২ মাস ধরে রাস্তায় রয়েছি। রোদে-জলের মাঝে মানুষকে কষ্ট দিয়ে মোদীবাবুকে সন্তুষ্ঠ করতে কমিশন দুমাস ধরে ভোট করছে।" তা সত্ত্বেও বিজেপির এবারে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না বলে জানিয়ে তৃণমূল নেত্রীর শ্লেষ, "কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, তেমনই হারাতঙ্কে ভুগছে বিজেপি।"