শেষ আপডেট: 15th April 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৭ এপ্রিল রামনবমী। বেশ কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর মিছিল দেখা যাচ্ছে। লোকসভার নির্বাচনের আগে ওই দিন যাতে কোনও রকম অশান্তির পরিবেশ তৈরি না হয় সেজন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে সতর্ক করলেন মমতা। বললেন, ‘‘১৭ তারিখ ওদের দাঙ্গা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা দাঙ্গা চায়। অশান্তি করে ভোট বানচাল করতে চায় ওরা। "
সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। তাঁর সমর্থনে আগেও কোচবিহারে সভা করেছেন তিনি। এদিন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে মমতা বলেন, "এখানকার বিজেপি প্রার্থী গুণ্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে।’’
অন্যদিকে, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা নিয়েও কোচবিহারের সভা থেকে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে। সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব।’’
রবিবার ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। নামে তা দলের সঙ্কল্পপত্র হলেও ইস্তেহারের প্রচ্ছদে বড় বড় করে লেখা ‘মোদী কি গ্যারান্টি’! আর বিজেপির ইস্তাহারে স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া নিয়ে এদিন মমতা কটাক্ষ করে বলেন, ‘‘ওঁরা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর লোন বাড়াবেন। টাকাই তো দেন না। লোন বাড়াবেন কী করে? আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৯০ লাখ। স্কুলের পোশাক তারাই তৈরি করে। এই গোষ্ঠীর জন্য আগামী দিনে বড় বাজার তৈরি করে দেব। ওরা নিজে রোজগার করবে।’’ শুধু তাই নয়, বিজেপির ইস্তাহার মাফিক তফসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না, মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।
গত ৩১ মার্চ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। কয়েক দিনের মধ্যে জলপাইগুড়িতে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এর আগে বারাসতে গিয়ে যেভাবে মোদী সন্দেশখালির মহিলাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন, জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত মানুষজনের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায় নি। আর এই নিয়েই এদিন মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘মোদী আগের দিন এখানে এলেন। জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বললেন না। তৃণমূল নাকি দুর্নীতিগ্রস্তদের পার্টি? আগে আয়নায় নিজের মুখ দেখুন। বিজেপি সবচেয়ে বড় ডাকাত।’’
আলিপুরদুয়ারের সভা শেষ করে এদিন ফের হেলিকপ্টারে আলিপুরদুয়ারের ডিমডিমাতে আসবেন মমতা। সেখানে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে ডিমডিমা চা বাগানের যাত্রা ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো ।