শেষ আপডেট: 30th August 2024 17:39
নবান্নে কানাঘুঁষো ছিল অর্থ সচিব মনোজ পন্থকে কি পরবর্তী মুখ্য সচিব করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? হল তার উল্টোটাই। সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে তাঁকে সেচ দফতরে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
পরিবর্তে রাজ্যের নতুন অর্থ সচিব করা হল অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। প্রভাত কুমার মিশ্র এতদিন সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের সচিব ছিলেন।
রদবদল এটুকুতেই সীমিত নেই। এতদিন অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার রোশনি সেন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। তা ছাড়া পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁকে জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অর্থাৎ মনোজ পন্থের যেমন দায়িত্ব কমল, তেমনই আবার রোশনি সেনের দায়িত্ব বাড়ল। সেই সঙ্গে বড় পদোন্নতি হল প্রভাত কুমার মিশ্রর।
হঠাৎ করে মনোজ পন্থের গুরুত্ব কেন কমে গেল, সেটাই এখন বড় রহস্যের। প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।
নবান্নের একটি সূত্রের মতে, এখনও পর্যন্ত যে রদবদলের খবর পাওয়া গেছে তা চূড়ান্ত নয়। বরং চব্বিশ ঘণ্টার মধ্যে আরও বদল অনিবার্য। কেননা মুখ্য সচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিপি গোপালিকার মেয়াদ শেষ হয়েছে ৩১ মে। ভোটের কারণে তার পর তিন মাস এক্সটেনশন পেয়েছিলেন তিনি। সেই তিন মাস শেষ হচ্ছে ৩১ অগস্ট শনিবার।
সূত্রের খবর, গোপালিকার আরও তিন মাস এক্সটেনশন চেয়ে দিল্লির কাছে আবেদন জানিয়েছিল নবান্ন। কিন্তু কেন্দ্রের জবাব এখনও মেলেনি। সন্ধের মধ্যে দিল্লির সবুজ সংকেত না এলে আজ রাত বা শনিবার দুপুরের মধ্যে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করতে হবে মমতাকে।