শেষ আপডেট: 9th December 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বাংলার জন্য বরাদ্দ আটকে রাখায় কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মমতা জানিয়ে দিলেন, অপেক্ষা অনেক হয়েছে। এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার প্রতি বঞ্চনা নিয়ে কথা বলতে চান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে সময় চেয়েছেন তিনি। এজন্য ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন তিনি।
সংসদের শীতকালীন অধিবেশন চলছে। তা ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে যাবেন তখন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদ রাজধানীতেই থাকার কথা।
এমনিতে সংসদ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে তিনি একবার সংসদ ভবনে যান। আসন্ন দিল্লি সফরে তিনি নতুন সংসদ ভবনে যাবেন কিনা সেও দেখার।
তা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সফর রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ওই বৈঠকে উপস্থিত থাকার ব্যাপারে তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ইন্ডিয়া বৈঠকে তিনি যেতে না পারলেও রাহুল গান্ধী তাঁকে ফোন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফরকালে সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক বা কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
পুজোর আগে বাংলার বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে প্রতিবাদ আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেরকমই আন্দোলনের নেতৃত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকদের অনেকের মতে, লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণা বাংলার গ্রাম গঞ্জের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন যে দিল্লি ইচ্ছা করে রাজ্যের টাকা আটকে রেখেছে। গরিব মানুষের ভোগান্তির জন্য ওরাই দায়ী।