Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবার
Mamata Banerjee

মমতার নির্দেশে বড় অভিযানের প্রস্তুতি নবান্নে, পুলিশ কমিশনার, অর্থ সচিবকে নিয়ে টিম হচ্ছে

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, এবার রেজাল্ট দিতে হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর ও রাজারহাটের বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে  জবরদখল হয়ে রয়েছে।

মমতার নির্দেশে বড় অভিযানের প্রস্তুতি নবান্নে, পুলিশ কমিশনার, অর্থ সচিবকে নিয়ে টিম হচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 June 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও এর আগে প্রশাসনের বেশ কিছু অফিসার গা ছাড়া ভাব দেখাচ্ছিলেন। তাতে তাল দিচ্ছিলেন নেতাদের কেউ কেউ। পুলিশেরও একাংশের মদত ছিল অভিযোগ। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, এবার রেজাল্ট দিতে হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর ও রাজারহাটের বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে  জবরদখল হয়ে রয়েছে। সেখান থেকে দ্রুত উচ্ছেদ করতে হবে। 

শুধু একথা বলেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা এবং সিনিয়র আইএএস অফিসার প্রভাত মিশ্রকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছেন মমতা। সেই সঙ্গে তাঁদের পই পই করে জানিয়েছেন, কবে কোথায় জবরদখল তুলে জমি নিয়ে নেওয়া হবে তা যেন গোপন রাখা হয়। কারণ, সর্ষের মধ্যেই ভূত রয়েছে। প্রশাসনের মধ্যে অনেক অফিসার রয়েছে, যাঁরা আগে খবর পেলে অন্তর্ঘাত করতে পারেন। 

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধকালীন ক্ষিপ্রতায় জমি চিহ্নিত করা হচ্ছে। সব ঠিক ঠাক থাকলে এ মাসের শেষে বা জুলাই মাসেই অপারেশন শুরু হয়ে যেতে পারে। 

সূত্রের মতে, মুখ্যমন্ত্রী মনে করেন, কলকাতা, সল্টলেক ও হাওড়ায় জবরদখলের নেপথ্যে শাসক দলের একাংশ কাউন্সিলর তথা নেতারও হাত রয়েছে। তাঁদের সঙ্গে জুড়েছেন পুরসভার একাংশ কর্মী ও অফিসার। আর পুলিশের কিছু অফিসার। দেখা যাচ্ছে, বাংলার বাইরে থেকে লোক এসে জমি জবরদখল করে নিচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, এতে কলকাতার আইডেনটিটি তথা চরিত্রই নষ্ট হয়ে যাচ্ছে। 

এ ব্যাপারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও দুষেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুর মন্ত্রী জবরদখলের উপর নজর রাখেননি। আবার বিধাননগরে সরকারি জমিতে লোক বসানো নিয়ে সরাসরি দমকল মন্ত্রী সুজিত বসুকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

নবান্ন সূত্রে এও খবর যে, জমি মাফিয়াদের রমরমা নিয়ে যারপরনাই রেগে রয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, তিনি মনে করছেন, এ ব্যাপারে জেলা শাসকদেরও গা ছাড়া ভাব রয়েছে। বার বার বলা সত্ত্বেও কথা কানে তুলছে না। তবে এবার একটা হেস্তনেস্ত করতে চাইছেন তিনি।


ভিডিও স্টোরি