শেষ আপডেট: 8th January 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর ফের বর্ষশেষে সন্তোষ ট্রফিতে জয়ী হয়েছে বাংলার ফুটবল। জয়ী টিমের প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইক উদযাপনের অনুষ্ঠানে বিজয়ী দলের প্রত্যেক সদস্যর হাতে চাকরির নিগোপত্র তুলে দেন মমতা। কোচ সঞ্জয় সেন-সহ জয়ী দলের সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের জন্য ফের দেশের বুকে বাংলার মুখোজ্জ্বল হয়েছে। তাই সন্তোষ ট্রফির জয়ী প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।"
বস্তুত, দীর্ঘদিন পর আবার সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলা ফুটবল দল। সাত বছর পর ফের খেতাব অর্জনে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। আনন্দে ভাসছে রাজ্য। এবার রাজ্যের তরফে বিজয়ীদের পুলিশের চাকরি দেওয়া হল।
বস্তুত, বিজয়ী দল রাজ্যে পা রাখার পরই মুখ্যমন্ত্রী তাঁদের পুলিশের চাকরিতে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এত তাড়াতাড়ি সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রক্ষা করায় জয়ী ফুটবলারদের পাশাপাশি তাঁদের পরিবারেও খুশির হাওয়া। জানা যাচ্ছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (এএসআই) পদে এবং বাকিদের এদিন কনস্টেবলের পদে এদিন নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।