Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল
Maldah

দুষ্কৃতীরা খুন করেছিল, মালদহের সেই দুলালের স্ত্রীর হাতেই জেলার দায়িত্ব দিলেন মমতা

দুলালের স্ত্রী চৈতালিও দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে যুক্ত। অতীতে জেলায় মহিলা তৃণমূলের সভানেত্রী ছিলেন তিনি। একাধিক আন্দোলনেও মুখ্য ভূমিকায় ছিলেন। ইংলিশবাজার পুরসভার কাউন্সিলরও হন। 

দুষ্কৃতীরা খুন করেছিল, মালদহের সেই দুলালের স্ত্রীর হাতেই জেলার দায়িত্ব দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও চৈতালি সরকার।

শেষ আপডেট: 17 May 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তৃণমূলের মালদহের প্রাক্তন জেলা সহ সভাপতি দুলাল সরকা (Dulal Sarkar)। জেলা সামলানোর পাশাপাশি ২৫ বছর ধরে ইংলিশবাজার পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। এবার সেই দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে (Chaitali Sarkar) মালদহ জেলার চেয়ারপার্সন পদে বসালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার জেলাওয়াড়ি সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। শাসকদলের এই রদবদলের ব্যাপারে সবার আগে লিখেছিল দ্য ওয়াল। জেলার সভাপতি ও চেয়ারম্যানদের নতুন তালিকা প্রকাশ হতে বেশ কিছু জেলায় রদবদল দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য মালদহ। 

দুলালের স্ত্রী চৈতালিও দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে যুক্ত। অতীতে জেলায় মহিলা তৃণমূলের সভানেত্রী ছিলেন তিনি। একাধিক আন্দোলনেও মুখ্য ভূমিকায় ছিলেন। ইংলিশবাজার পুরসভার কাউন্সিলরও হন। এবার দলের গুরু দায়িত্ব বর্তাল তাঁর কাঁধে।

দুলাল সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। দুলাল খুন হওয়ার পর মালদহে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন মমতা। সে সময়ই তিনি জানিয়েছিলেন, চৈতালির পাশে থাকবে দল। চৈতালির কথায়,"দিদি সব সময় পাশে থেকেছেন। তবে এতবড় দায়িত্ব দেবেন, ভাবিনি। চেষ্টা করব, ঠিক ভাবে দায়িত্ব পালন করার।"

এতদিন জেলায় দলের চেয়ারপার্সন ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। দলের কাজ থেকে অব্যাহতিও চেয়েছিলেন। সেক্ষেত্রে দুলালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য নেত্রী তাঁর স্ত্রীকে বেছে নিলেন বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।


ভিডিও স্টোরি