শেষ আপডেট: 7th January 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গঙ্গাসাগর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প উদ্বোধনের মধ্যে দিয়েই সকলকে বিশেষ বার্তা দেন তিনি। বলেন, গঙ্গাসাগর মেলা নিয়ে উস্কানি ছড়ানো হতে পারে তাই সকলকে খেয়াল রাখতে হবে। যদিও এই মন্তব্য করে সরাসরি কাউকে নিশানা করেননি তিনি।
মমতা এদিন বলেন, ''অনেকে ছোট একটা খবর তৈরি করে দিয়ে উস্কানি দিতে পারে। যদি আপনারা দেখেন কোথাও কোনও সমস্যা আছে তাহলে প্রশাসনের নজরে নিয়ে আসুন। বিষয়টি নজরে আসলেই তার সমাধান হতে পারে।'' মমতা সকলকে কার্যত অনুরোধ করে বলেন, অযৌক্তিকভাবে গঙ্গাসাগর মেলা নিয়ে যাতে কোনও নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়। তাঁর স্পষ্ট কথা, ''গঙ্গাসাগর মেলা সারা বিশ্বের কাছে বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনওরকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা সকলকে খেয়াল রাখতে হবে।''
সোমবার গঙ্গাসাগর মেলাকে কেন জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও সেই প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে এও বলেন, গঙ্গাসাগরকে প্লাস্টিকবর্জিত মেলা করাই তাঁদের লক্ষ্য। এটা একটা অভিনব উদ্যোগ। কিন্তু এর জন্যও কেন্দ্র কোনও সাহায্য করেনি। কুম্ভমেলায় কেন্দ্রীয় সরকার হাজার-হাজার কোটি টাকা দিলেও গঙ্গাসাগর মেলা নিয়ে তাঁদের কোনও উদ্যোগ দেখা যায় না বলেই দাবি মমতার।
মুখ্যমন্ত্রীর আশা, কুম্ভমেলা যেমন জাতীয় মেলা হয়েছে, একদিন গঙ্গাসাগরও তাই হবে। তাঁর অভিযোগ, বাংলা সবসময় বঞ্চিত। কুম্ভমেলায় কেন্দ্রীয় সাহায্য থাকলেও সাগর মেলায় তা থাকে না। রাজ্য সরকারই নিজ উদ্যোগে মুড়িগঙ্গা সেতু থেকে শুরু করে একাধিক কাজ করে দিচ্ছে।
মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরব্লকে মোট ১৭টি অঙ্গনওয়াড়ি থেকে একাধিক রাস্তার উদ্বোধন হয়েছে। পাশাপাশি উদ্বোধন হয়েছে গোসাবা, নামখানা, পাথরপ্রতিমা ব্লকে ১২টি জেটি, চালতাদুনিয়া, পাখিরালয়ের মধ্যে ৪টি ভেসেল চালু করা হয়েছে। এছাড়াও একাধিক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, গড়ে তোলার কাজ হয়েছে।
মুড়িগঙ্গার সেতু তৈরির জন্য ডিপিআর করা হয়েছে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের জানান, সেতুর কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে। মমতার কথায়, এই সেতু ৫ কিমি লম্বা এবং চার লেনের। এই সেতুর নামই হবে গঙ্গাসাগর সেতু।