Mamata Banerjee - Gangasagar
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: অরিত্র কবিরাজ
শেষ আপডেট: 7th January 2025 16:19
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেখানেই থাকেন, সেই জায়গাই যেন হয়ে ওঠে একটা ক্লাসরুম। তা সে নবান্ন সভাঘর হোক কিংবা গঙ্গাসাগর মেলা। এ কথা বলার কারণ মঙ্গলবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী যখন একাধিক প্রকল্পের উদ্বোধন সেরে ফেলেছেন, তার পরই সাগর মেলা উপলক্ষে তিনটি বই প্রকাশ করেন। মেলার অ্যারেঞ্জমেন্ট বুকলেট, মিডিয়া বুকলেট 'সাগর সংবাদ' এবং আর একটি দক্ষিণ ২৪ পরগনার পর্যটন তথ্য সম্বলিত পত্রিকা 'সুন্দরী দক্ষিণী'।