শেষ আপডেট: 6th October 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: উৎসবে ফিরছে মানুষ। চারপাশ সেই কথাই বলছে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আজ তৃতীয়া। কিন্তু, পশ্চিমবঙ্গের জেলার একাংশ বন্যায় বিপর্যস্ত। ছাদ হারিয়েছেন অনেকে। সহায়-সম্বলহীনের সংখ্যা আরও বেশি। আর তাই এই পরিস্থিতিতে বন্যাকবলিত, ধস নেমেছে এমন এলাকায় আড়ম্বর করে বিজয়া সম্মিলনী না করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে তৃণমূলের জেলার নেতাদের নির্দেশও পাঠিয়েছেন দলনেত্রী।
আগামী ১২ অক্টোবর বিজয়া দশমী। প্রত্যেক বছরের মতো এবারও জেলায় জেলায় শুরু হয়ে যাবে তৃণমূলের বিজয়া সম্মিলনী। কিন্তু এবার বন্যাপরিস্থিতির কথা মাথায় রেখে আড়ম্বর করে অনুষ্ঠান না করার কথা বলেছেন মমতা।
রাজ্যের একাধিক জেলা বন্যায় বিধ্বস্ত। মারা গেছেন বহু মানুষ। সেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন খোদ মুখ্যমন্ত্রী। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছিলেন। মমতা বারবারই বাংলার এহেন পরিস্থিতির জন্য দায়ী করেছেন ডিভিসিকে।
আর তাই সবটা মাথায় রেখেই নাকি মুখ্যমন্ত্রী রাজ্যের এক শীর্ষনেতাকে বিরাট আড়ম্বর করে বিজয়া সম্মিলনী না করার নির্দেশ দিয়েছেন। যা জানা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে, বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের দিকে আগে নজর দিতে হবে। তাঁদের পাশে থাকতে হবে। তারপর বিজয়া সম্মিলনী। করলেও তা যেন সাধারণভাবেই করা হয় সেই কথাও নাকি ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে।
তৃণমূল অন্দরে শোনা যাচ্ছে, দলনেত্রীর নির্দেশ মেনেই নেতারা মানুষের পাশে থাকবেন। কাজ করবেন। সমস্ত পরিস্থিতি ঠিকঠাক হলে বিজয়া সম্মিলনী করা হবে। যদিও তা মমতার নির্দেশ মোতাবেক খুব জাঁকজমক করে হবে না।