শেষ আপডেট: 2nd August 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে টুইটার হ্যান্ডেলেও নির্মলাকে পাঠানো চিঠি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে হবে। নতুবা তিনি বাধ্য হবেন বৃহত্তর আন্দোলনে নামতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "এই সিদ্ধান্ত জনবিরোধী। এভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলা আমরা বরদাস্ত করব না। চিকিৎসার খরচের ক্ষেত্রে জিএসটি বরাদ্দ মানব না। অবিলম্বে প্রত্যাহার করতে হবে।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, সারা দেশে যেভাবে মানুষের চিকিৎসা খরচ বেড়াচ্ছে সেখানে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় সরকারের ১৮ শতাংশ জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্তের নামান্তর। এর ফলে চিকিৎসা পরিষেবা পাওয়া মানুষের কাছে আরও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।
দোলা সেন এ ব্যাপারে আগেই সংসদে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার সরাসরি অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্র এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না করলে বাংলা-সহ দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল। এক্ষেত্রে ইন্ডিয়ার অন্যান্য শরিকদলগুলিকে নিয়ে সংসদেও সরব হয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এই একই দাবি অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জিএসটি বসানো নিয়ে বিজেপির অভ্যন্তরেও যে আপত্তি রয়েছে, তা স্পষ্ট। এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। এখন দেখার কেন্দ্র সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা।