শেষ আপডেট: 12th August 2024 00:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশি সন্দেহে ওড়িশায় হামলার মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে।
নবান্ন সূত্রে খবর, বিষয়টি জানতে পারা মাত্রই রবিবার বিকেলে টেলিফোনে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সুরক্ষিতভাবে রাজ্যে ফেরানোর আর্জি জানান মমতা। একই সঙ্গে হামলার শিকার হওয়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়েছেন মমতা।
এব্য়াপারে এদিন একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, সাইকেলে মনোহারি সামগ্রী বিক্রি করা এক বিক্রেতাকে ঘিরে ধরে আধার কার্ড দেখতে চাইছেন স্থানীয়রা। তা দেখাতে না পারায় বাংলাদেশি সন্দেহে তাঁকে মারধরও করা হয়।
পরে টেলিফোনে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালদহের কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা শামিম আখতার বলেন, দীর্ঘ কয়েকবছর ধরে তাঁরা কয়েকজন ওড়িশায় রয়েছেন। সাইকেলে করে বিভিন্ন গ্রামে গিয়ে মনোহারিসামগ্রী বিক্রি করেন। কিন্তু বাংলাদেশের অশান্তির পর থেকে তাঁদের ওপর আক্রমণ নেমে এসেছে। বাংলাদেশি সন্দেহে মারধর করা হচ্ছে নবান্ন সূত্রের খবর, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করছেন, এ ব্য়াপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।