শেষ আপডেট: 15th August 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে আরজি কর মেডিক্যালে ভাঙচুর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সন্ধেয় রাজ্যের প্রশাসনিক প্রধান ওই ঘটনার জন্য বিজেপি এবং সিপিএমকেই সরাসরি দায়ী করেছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বাম-রাম একত্রিত হয়ে গন্ডগোলটা করেছে। যারা তাণ্ডব করেছে তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। বহিরাগতরা হামলা করেছে. ওদের হাতে বিজেপি এবং ডিওয়াই এফআই এর পতাকা দেখা গেছে।"
মমতা এও বলেন, " ছাত্র-ছাত্রীরা ভাল। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোনও রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে।"
একই সঙ্গে বুধবারের ঘটনায় কলকাতা পুলিশের 'সহনশীলতার' প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে। জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। ১৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। একজন ডিসিকে ১ ঘণ্টা খুঁজে পাওয়া যায়নি। পরে আনকনশাস অবস্থায় ওকে উদ্ধার করা হয়। ওর অবস্থা সিরিয়াস। হাসাপাতালে চিকিৎসা চলছে। তবু পুলিশ ধৈর্য্য ধরে থেকেছে।"
আরজি করে হামলার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, "ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। এআই (আধুনিক প্রযুক্তি) এরর মাধ্যমে ফেক ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়?" প্রসঙ্গত আরজি করে হামলার পর বুধবার মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির জন্য মিডিয়ার একাংশ এবং সোশ্যাল মাধ্যমের ভুল ও বিভ্রান্তিমূলক প্রচারকে দায়ী করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
মমতা বলেন, "আমার সবচেয়ে খারাপ লাগছে, ঘটনাটা তো দুঃখজনক। আমি তো পুলিশকে তদন্তের জন্য রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলাম। তারপরে না হলে সিবিআইয়ের হাতে তদন্তভার হস্তান্তরের কথাও বলেছিলাম। কোর্ট যখন বলেছে, সিবিআই তদন্ত হোক। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, মৃতদেহের ছবি, তার নাম দেখানো যায় না। বা তদন্ত চলাকালীন মিডিয়া ট্রায়াল করা যায় না। তাও আমরা কাল দেখলাম কী হল!"