শেষ আপডেট: 5th February 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে কলকাতায় শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। (BGBS2025)। এই সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেই বিনিয়োগের অর্থে কিছু কাজ এগিয়েছে। বাকিটা বাস্তবায়ণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
• ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ: ইতিমধ্যেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে।
• বিজিবিএস প্রয়োজনীয়তা: "অনেকে বলে কেন এই সম্মেলন? আমি বলি একশো বার করব, কারণ এতে রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে।"
• বিজেপি-সিপিএম-কংগ্রেসকে কটাক্ষ: "১৩ টাকাও বিনিয়োগ হয়নি"—এই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, বিরোধীদের কাছে নয়।"
• পূর্ব ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে: বাংলা ব্যবসার এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।
• শিল্প-বান্ধব পরিবেশ: "আগে ঘেরাও, স্ট্রাইক হতো, এখন একদিনের জন্যও শ্রমদিবস নষ্ট হয় না।"
• অর্থনৈতিক বৃদ্ধি: রাজ্যের জিএসডিপি ৩.৯৩ গুণ বেড়েছে, মূলধন খাতে খরচ ১৩.৮৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
• মহিলাদের ক্ষমতায়ণ: সংসদে তৃণমূলের মহিলা প্রতিনিধির সংখ্যা ৩৯.৫%—যা দেশের সর্বোচ্চ।
• ল্যান্ড ব্যাঙ্ক: শিল্প স্থাপনের জন্য ৫,০০০ একর জমি রয়েছে, বেসরকারি সংস্থা যাতে শিল্পতালুক তৈরি করতে পারে, তার জন্য নীতি তৈরি করেছি। এখন রাজ্যে ২০০ টা শিল্প তালুক রয়েছে।
• এমএসএমই বৃদ্ধি: রাজ্যে ৯০ লক্ষ এমএসএমই রয়েছে, যেখানে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে।
• বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি: "আগে লোডশেডিং হতো, এখন এক মুহূর্তও বিদ্যুৎ বিভ্রাট হয় না।"
• পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ: সরকার ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, জিন্দাল গ্রুপ ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
• নতুন বিনিয়োগ কমিটি: "নিউ স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি" তৈরি হচ্ছে, যাতে বিনিয়োগ দ্রুত অনুমোদন পায়।
• চা পর্যটন: চা বাগান এলাকায় পর্যটনের জন্য ৩০% জমি বরাদ্দ করা হয়েছে।
• ডেটা ও এক্সপোর্ট পলিসি: নতুন নীতির মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও রফতানি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা।
• দেউচা পাচামি কয়লাখনি: আগামীকাল থেকেই কয়লা উত্তোলন শুরু হবে, যা আগামী ১০০ বছরের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে এবং লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করবে।
• বেঙ্গল সিলিকন ভ্যালি: ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ৭৫ হাজার চাকরি তৈরি হয়েছে, বর্তমানে ২,৮০০ আইটি সংস্থা কাজ করছে।
• বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্প: কলকাতায় সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি হতে চলেছে।
• পর্যটন শিল্প: গত বছর বাংলায় ১৯ কোটি পর্যটক এসেছেন, এই খাতে ৫-৭ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা।
• চাকরির সুযোগ: বিনিয়োগের মাধ্যমে রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
• টাটা সন্স-এর নতুন পরিকল্পনা: এন চন্দ্রশেখরনের সঙ্গে আলোচনা হয়েছে, কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা বিবেচনায়।
শেষে মুখ্যমন্ত্রীর বার্তা—"বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন, বাংলা আপনার সুইট হোম। বাংলা আপনাকে খালি হাতে ফেরাবে না।"