শেষ আপডেট: 2nd December 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যার কারণে ডিসেম্বরের আগেই রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স এসোসিয়েশন।
এ ব্যাপারে সোমবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আবারও সাফ জানিয়ে দিয়েছেন, 'আগে বাংলা, তারপর বাকিরা'।
ঘটনা হল, মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতারনির অভিযোগ উঠেছিল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানিয়ে দেন 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।'
এর পরপরই সীমান্ত সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলুবোঝাই ট্রাক। সোমবার বিধানসভাতেও মমতা বললেন, 'আলুর দাম বাড়লে আমরা কিনে সুফল বাংলায় সাপ্লাই করি। কিন্তু কিছু লোক বাইরে রফতানি করছে নিজেদের ব্যবসার জন্য।'
পরিসংখ্যান দিয়ে মমতা জানান, 'বাংলার চাহিদার ৭৫% পেঁয়াজ এখানে উৎপাদন হয়। সেখান থেকেও লোকে বাইরে পাঠাচ্ছে। ফলে দাম বাড়ছে। মধ্যবিত্তের সমস্যা বাড়ছে। পকেটে টান পড়ছে। এটা হতে দেওয়া যায় না। আগে বাংলা পাবে, আগে ঘর সামলাব, তারপর বাকিরা'।