Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার আওতায় পড়তে পারে: ছত্তীসগড় হাইকোর্টটেকঅফের পরই যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের নিয়ে দিল্লিতে ফিরল ইম্ফলগামী ইন্ডিগো বিমানঅনেক কিছুতেই তো টাকা খরচ হয়, রাস্তাগুলোও ঠিক করা হোক, রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্টচেলসি পেল ‘রেপ্লিকা’, ক্লাব বিশ্বকাপ ট্রফি হাইজ্যাক করে ওভাল অফিসের টেবিল সাজালেন ট্রাম্প!২১ জুলাই বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে শর্তকোনও সিভিক ভলেন্টিয়ার ঢুকতে পারবেন না নবান্নে, জারি হল নিষেধাজ্ঞাসোনা পাচারের দায়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের এক বছরের জেলখেতখামারে কাজ থাকে না, তাই গ্রীষ্মে খুনখারাবি বাড়ে, বিহার পুলিশকর্তার কথায় তোলপাড়ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে রাজ্য? দু'সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশহৃদরোগে এআই কি গেম চেঞ্জার? কতটা এগোচ্ছে প্রযুক্তি, বাধাই বা কী কী? আলোচনায় ডাক্তারবাবু
Mamata Banerjee at Red Road

রেড রোডে খুশির ইদে মমতা-অভিষেক, সম্প্রীতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর, নিশানায় বিজেপি

নাম না করে বিজেপিকে 'দাঙ্গাকারী দল' বলেও আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

রেড রোডে খুশির ইদে মমতা-অভিষেক, সম্প্রীতি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর, নিশানায় বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 31 March 2025 06:09

দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠান থেকে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। নাম না করে বিজেপিকে 'দাঙ্গাকারী দল' বলেও আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না"।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রেডরোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেত্রীর সুরে অভিষেকও বলেন, "চাঁদের কোনও ধর্ম হয় না। আমৃত্যু একতা বজায় রাখতে হবে।"

এ প্রসঙ্গে অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনাও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা? আমি পরিষ্কার বলেছি, আমি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রীশ্চান-সহ সব ধর্মের। এটাই বাংলার পরম্পরা। বাংলা মানেই সম্প্রীতি।"

এরপরই নাম না করে বাম-বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "ওরা একসঙ্গে টিকিট কেটে ওখানে গিয়ে ধর্মের রাজনীতি করতে চেয়েছিল। নতুন করে আবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। প্ররোচনায় পা দেবেন না। মনে রাখবনুে, আপনাদের সঙ্গে দিদি রয়েছে। বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না।"

আগামী রবিবার রামনবমী। তার আগে হিন্দু ভোটারদের এককাট্টা করতে মরিয়া পদ্মশিবির। এবারে রামনবমীকে কেন্দ্র করে বাংলায় বড় কর্মসূচি নিয়েছে তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওই দিন লক্ষাধিক মানুষকে রাস্তায় নামানোর ডাক দিয়েছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, নাম না করে এ প্রসঙ্গেই বাংলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, অতীতে রাম নবমীর দিনে কলকাতা-সহ রাজ্যে একাধিক হিংসার ঘটনাও ঘটেছে।

প্রতিবারের মতো এবারেও রেডরোডের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সকলকে একসঙ্গে বাংলার সম্প্রীতি রক্ষার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।


ভিডিও স্টোরি