মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 8th May 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সাল থেকে হুগলিতে বন্ধ হয়ে পড়ে রয়েছে দেশের বিখ্যাত ডানলপ টায়ার কারখানা। এ ব্যাপারে কেন্দ্রকে বারংবার বলা সত্ত্বেও মোদী সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে নির্বাচনী সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার হুগলির বলাগড়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "ডানলপ বন্ধ করে রেখেছে ২০১৬ সাল থেকে। আমরা চেয়েছিলাম। আজ পর্যন্ত দেয়নি। নিজেরাও খুলবে না, আমাদেরকেও খুলতে দেবে না। এ আবার কী রকম মামদোবাজি।"
এদিনের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী মোদীকে ''নাটের গুরু নাটুদা' বলেও কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, "কাজের বেলায় কিছু নেই। নাটের গুরু শুধু দেশটা বিক্রি করার পরিকল্পনা করছে।"
বস্তুত, দেশের প্রথম টায়ার কারখানা গড়ে উঠেছিল হুগলির সাহাগঞ্জে। শ্রমিকরা গর্বের সঙ্গে বলতেন, ‘আমরা ডানলপের শ্রমিক।’ সেই কারখানা এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে।
শুধু ডানলপ-ই বা কেন। দেশের সর্ববৃহৎ অটোমোবাইল কারখানা হিন্দমোটরের হিন্দুস্থান মোটরসেও ঝুলছে তালা। একসময় এই দু’টি কারখানা নিয়ে গর্ব ছিল হুগলির। মমতা বলেন, "আমরা ক্ষমতায় আসাার পর এগুলো খোলার চেষ্টা করেছি। ডালপন অধিগ্রহণও করতে চেয়েছিলাম। কিন্তু কেন্দ্র সম্মতি দেয়নি। তবু শতাধিক শ্রমিককে মাসিক দশ হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য।"
কেন্দ্রে সরকার বদল হলে হুগলির বিখ্যাত এই দুটি কারখানা ফের খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মমতা।