'খেয়াল রাখতে হবে, বাইরে থেকে কোনও জঙ্গি যেন আশ্রয় না নিতে পারে।'-মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 May 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটার তালিকা (voter list) সংশোধনের কাজ চলছে। আর সেই কাজে 'জল' মেশানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এ ব্যাপারে জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, "ভোটার লিস্ট নিয়ে ডিএম-সহ সকলকে বলব, নিজেরা বসে কাজ দেখুন। সকলে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নজর দিতে হবে।"
প্রসঙ্গত, বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, খোদ নির্বাচন কমিশনের একাংশকে ব্যবহার করে এভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে। অন লাইনে কেন ভোটার লিস্টের নাম তোলা হবে, কেন সশরীরে নয়, তা নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
ভোটার লিস্টের কাজের ক্ষেত্রে প্রশাসনের একাংশের মধ্যে গাছাড়া মনোভাবও দেখা যায় বলে অভিযোগ। সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাতে কলমে সেই অভিজ্ঞতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন উত্তরকন্যার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো মুর্শিদাবাদে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে গিয়ে দেখেছিলাম, ভোটার লিস্টের কাজের জন্য রুম রয়েছে, কিন্তু কেউ নেই! এটা কেন হবে?"
এরপরই প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, "সারপ্রাইজ ভিজিট করতে হবে। তবেই এগুলো ধরতে পারবেন। একজনের নাম তিন জায়গায় তোলা হয়েছে। এক্ষেত্রে নাম বাদ দিতে গিয়ে দেখতে হবে যেন আসল লোকের নাম না বাদ যায়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যথাযথভাবে।"
এদিনের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আসাম, সহ বিভিন্ন এলাকা থেকে লোক ঢুকছে। আমাদের লোকের আধার নম্বর-সহ ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, "এটা কেন হবে? অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে ডিটেলস দেবেন না। ঝাড়গ্রাম, মালদহ, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় এরকম টিম ধরা পড়েছে। খেয়াল রাখতে হবে,
বাইরে থেকে কোনও জঙ্গি যেন আশ্রয় না নিতে পারে। মনে রাখবেন, উত্তরবঙ্গের আশেপাশে চার, পাঁচটা বর্ডার রয়েছে। তাই প্রশাসনকে আরও বেশি সর্তক হতে হবে। " নিয়মিত সীমান্তে নজরদারির কথাও মনে করান রাজ্যের প্রশাসনিক প্রধান।
একই সঙ্গে প্রশাসনিক কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বিডিও, ওসিদের বলব- ফেক খবর থেকে সাবধান থাকুন, বাংলাদেশের ভিডিও এখানের বলে চালানো হচ্ছে।"